,

নবীগঞ্জে জে.কে স্কুলের শতবর্ষ পূর্তি পালনের লক্ষ্যে রেজিষ্টেশন ও অর্থ উপ-কমিটির সভা

উত্তম কুমার পাল হিমেল ॥ নবীগঞ্জ শহরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জে,কে উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি অনুষ্ঠান পালনের লক্ষ্যে রেজিষ্টেশন ও অর্থ কমিটির এক প্রস্তুতি সভা গতকাল শুক্রবার সন্ধ্যায় স্কুল মিলানায়তনে অনুষ্ঠিত হয়। সভায় রেজিষ্টেশন উপ-কমিটির আহবায়ক ডাঃ শফিকুর রহমান, তাপস আচার্য্য, প্রধান শিক্ষক মোঃ আব্দুস সালাম, শামীম আহমদ চৌধুরী, সুহেল উদজ্জামান, নির্মলেন্দু দাশ রানা, আলোকিত ব্যাচ ‘৯৫ কমিটির সাধারন সম্পাদক উত্তম কুমার পাল হিমেল,‘৯৫ ব্যাচ সমন্বয় কমিটির আহবায়ক মোঃ রুবেল মিয়া, সদস্য সাইফুর রহমান খাঁন, উজ্বল দাশ, জাহাঙ্গীর বখ্ত চৌধুরী, প্রনব চন্দ্র দেব, কাঞ্চন বনিক, নীলকণ্ট দাশ সামন্ত, ইকবাল আহমদ বেলাল, অহি চৌধুরী, মোঃ শাহিদ তালুকদার, মোঃ মিজানুর রহমান শামীম, মোঃ সোহাগ আহমদ, ফয়জুর রব পনি, মোঃ জিয়াউল ইসলাম, মোঃ সাইফুর রহমান, লিপন আহমদ, মাহবুবুর রহমান রাজু, সিদ্ধার্থ শংকর ভট্টাচার্য্য শুভ, সাইফুর রহমান, ইমরান আহমদ চৌধুরী, আবু নাসের মোঃ ইকবাল, পংকজ চক্রবর্তী, মোঃ জুয়েল চৌধুরী, মোঃ কপিল মিয়া, তোফায়েল আহমদ, আলাল চৌধরী, কে,ভি,ইমনসহ বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় শতবর্ষ পূর্তি অনুষ্ঠান সফল ও সার্থক করার জন্য সকল ব্যাচের শিক্ষার্থীদের আগামী ১৮ ডিসেম্বরের মধ্যে রেজিষ্টেশন ফরম পূরন করে জমা দেওয়ার জন্য আহবান জানানো হয়। এছাড়া টেলিভিশন পত্রিকা ও মাইকিংয়ের মাধ্যমে প্রচার করে নবীগঞ্জ নতুন বাজার পয়েন্ট এবং জে,কে হাই স্কুল পয়েন্টে বুথ বসিয়ে রেজিষ্টেশন ফরম পূরনের সিদ্ধান্ত নেওয়া হয়।


     এই বিভাগের আরো খবর