,

নবীগঞ্জে ৮০ লিটার চোলাই মদসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে ৮০ লিটার চোলাই মদসহ হাকিম উদ্দিন (৬০) নামের এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে ইনাতগঞ্জ ফাঁড়ি পুলিশ। গত শনিবার রাতে উপজেলার কাজিরগাঁও-সামারগাঁও রাস্তা থেকে তাকে মদসহ হাতেনাতে আটক করা হয়। ধৃত মাদক ব্যবসায়ী হাকিম উদ্দিন জগন্নাতপুর উপজেলার সামারগাঁও গ্রামের মৃত আফছর উল্লার ছেলে। পুলিশ সুত্রে জানা যায়, হাকিম উদ্দিন কুখ্যাত মাদক ব্যবসায়ী হিসেবে এলাকায় পরিচিত। সে দীর্ঘ দিন ধরে দীর্ঘ দিন ধরেই চোলাই মদসহ বিভিন্ন মাদক দ্রব্যের রমরমা ব্যবসা চালিয়ে আসছিল। পুলিশের হাতে একাধীকবার গ্রেফতার হলেও জামিনে বেড়িয়ে এসে ফের ব্যবসা শুরু করে। এদিকে, গত শনিবার রাত ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই ধর্মজিত সিনহা ও এ এস আই এ.কে.এম রাসেল এর নেতৃত্বে একদল পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় উপজেলার কাজিরগাঁও-সামারগাঁও রাস্তার উপর ঢাকনাযুক্ত ৫০ লিটারী দুটি প্লাস্টিকের ড্রামে রক্ষিত ৮০ লিটার চোলাই মদ ও মদ তৈরীর উপকরনসহ হাকিম উল্লাহকে হাতেনাতে আটক করা হয়। গতকাল রবিবার সকালে ফাঁড়ির ইনচার্জ এস আই ধর্মজিত সিনহা বাদি হয়ে সংশ্লিষ্ট মাদক আইনে মামলা দিয়ে তাকে হবিগঞ্জ জেল হাজতে প্রেরন করা হয়েছে।


     এই বিভাগের আরো খবর