,

বড়ইউরি ইউপির প্যানেল চেয়াম্যান সাইফুল ইসলাম সেলিমের শোক সভা

আকিকুর রহমান সেলিম ॥ গতকাল বড়ইউরি ইউপির প্যানেল চেয়াম্যান সাইফুল ইসলাম সেলিমের শোক সভায় এড. আব্দুল মজিদ খান এমপি বলেন, আমাদের জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর জাতির উদ্দেশে দেওয়া প্রথম ভাষণে বলেছিলেন, বাংলাদেশকে ডিজিটাল করতে হলে ২০১৯ সালের মধ্যে প্রতিটি গ্রামে-গঞ্জে বিদ্যুৎ পৌছে দিতে হবে। সেই লক্ষেই আমরা কাজ ছালিয়ে যাচ্ছি। আমাদের সরকার ক্ষমতায় আসার পর আমি বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের এমপি হয়ে সর্ব প্রথম কালাইনঞ্জুরা রাস্তাটির কাজ শুরু করেছি। এমকি উক্ত রাস্তাটির কাজ শেষ পর্যায়ে। পাশাপশি হলদারপুর বিদ্যুতায়ন করেছি। ক্রমান্নয়ে প্রতিটি গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দেব। আমার বিশ্বাস আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর ওই এলকায় যে উন্নয়ন হয়েছে, বিগত চল্লিশ বছরেও এ উন্নয়ন হয়নি, উপরোক্ত কথাগুলো গতকাল বিকালে কালাইঞ্জুরা ইউপি অফিস সংলগ্ন আতাউর রহমান মামুনের সভাপতিতে লুৎফুর রহমান এর পরিচালয়ানায় প্রয়াত প্যানেল চেয়াম্যান সেলিম এর শোক সভায় এসব কথা বলেন। বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়মীলীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক এড. সালেহ আহদদ, এডঃ মোস্তফা মিয়া, গজনাইপুর ইউপি চেয়াম্যান শাহ আবুল খায়ের গোলাপ, এড. এমদাদুল হক শাহিন, ডা. লুৎফুর রহমান, আব্দুল মোছাবির, ফরিদ আহমদ, হাবীবুর রহমান হাবিব, মহিবুর মিয়া, মাজহারুল ইসলাম মিটু, জসিম উদ্দিন, কামাল আহমদ, মহিবুর রহমান, আরজু মেম্বার, হারুন মিয়া, আঙ্গুর মিয়া, সৈয়দ যোবায়ের, মাষ্টার আব্দুল মজিদ, সৈয়দ আমীন সহ এলাকার গন্যমণ্য ব্যাক্তিবর্গ।


     এই বিভাগের আরো খবর