,

বই রেখে মুরগির ব্যবসা

জুয়েল চৌধুরী ॥ এই বয়সে যার বই খাতা নিয়ে স্কুলে যাবার কথা থাকলেও আরব আলী (১০) নামের এক শিশু মুরগি ব্যবসা করে জীবিকা নির্বাহ করছে। গতকাল শুক্রবার দুপুরে থানার সামনে এ প্রতিনিধির ক্যামেরায় এ দৃশ্য ধরা পড়ে। তার কাছে জানতে চাইলে সে আক্ষেপ করে জানায়, তার বাড়ি সদর উপজেলার গোপায়া ইউনিয়নের নারায়নপুর গ্রামে। পিতার নাম কুতুব আলী। ৩ ভাই ও ৩ বোনের মাঝে সে সবার বড়। তার পড়ালেখা করার খুব ইচ্ছা ছিল। কিন্তু অভাব অনটনের কারণে সে হবিগঞ্জ শহরে মুরগির ব্যবসা করে জীবিকা নির্বাহ করে। সে আরো জানায়, বিভিন্নস্থান থেকে সে মুরগি এনে প্রতিদিন ১০ থেকে ১২টি মুরগি বিক্রি করে। তাতে লাভ হয় ২শ থেকে ৩শ টাকা। এ টাকা দিয়েই তার সংসার চলে। তার পিতাও মুরগি ব্যবসা করে। তার ইচ্ছে ছিল অন্য শিশুদের মতো লেখা পড়া করবে। ২য় শ্রেণী পর্যন্ত সে পড়েছে। দরিদ্রতা তাকে বেশি দুর এগুতে দেয়নি।


     এই বিভাগের আরো খবর