,

নবীগঞ্জে আলমগীর চৌধুরী ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মোঃ আকিকুর রহমান সেলিম ॥ নবীগঞ্জে আলমগীর চৌধুরী ক্রিকেট টুর্নামেন্ট এর ফাইনাল খেলা শেষে পুরুস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল সোমবার বিকেলে নবীগঞ্জ জে.কে উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হবিগঞ্জ-৩, (হবিগঞ্জ সদর-লাখাই) ও জেলা আওয়ামীলীগ সভাপতি এড. আবু জাহির এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবীগঞ্জ-বাহুবল নির্বাচনী এলাকার সংসদ সদস্য এম.এ মুনিম চৌধুরী বাবু, উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. মোঃ আলমগীর চৌধুরী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, নবীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুল বাতেন খাঁন ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও ১১নং গজনাইপুর ইউপি চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল। অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু, উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মাহমুদ চৌধুরী, উপজেলা আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও লন্ডন প্রবাসী কমিউনিটি লিডার ইউসুফ চৌধুরী, প্যানেল মেয়র-১, এটি এম. সালাম, ৮নং সদর ইউপি চেয়ারম্যান জাবেদুল আলম চৌধুরী সাজু, সময় পত্রিকার প্রকাশক ও বার্তা সম্পাদক মোঃ সেলিম তালুকদার, নির্বাহী সম্পাদক ও নবীগঞ্জ প্রেসক্লাবের (একাংশের) সভাপতি মুরাদ আহমদ, একাংশের সভাপতি এম.এ আহমদ আজাদ ও সাধারণ সম্পাদক সলিল বরণ দাশ, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক রাব্বি আহমদ চৌধুরী মাক্কু, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ আমিনুর রহমান চৌধুরী সুমন, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইকবাল আহমদ বেলাল, সাংবাদিক জসিম তালুকদার প্রমুখ। প্রধান অতিথির বর্ক্তৃতায় এড. আবু জাহির এমপি বলেন, লেখা পড়ার পাশাপাশি খেলাধুলার কোন বিকল্প নেই। বর্তমান সরকার উন্নয়নের পাশাপাশি ক্রীড়া ক্ষেত্রে ব্যাপক ভুমিকা নিয়েছে। জেলা শহরে ষ্টেডিয়াম নির্মানের পাশাপাশি উপজেলা পর্যায়ে মিনি ষ্টেডিয়াম নির্মানের উদ্দ্যেগ নিয়েছে। খেলায় প্রথমে সবকটি ইউকেট হারিয়ে আবুহানী স্পোটিং ক্লাব ১৪৪ রান সংগ্রহ করে জবাবে বাদ্রার্স সিনিয়র চরগাঁও স্পোটিং ক্লাব ১৩৬ রান সংগ্রহ করে। এতে ৮ রানে আবুহানী স্পোটিং ক্লাব বিজয়ী হয়। পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ পুরুস্কার তুলে দেন।


     এই বিভাগের আরো খবর