,

চুনারুঘাটে মেয়র মোহাম্মদ আলীর স্মরণে উপজেলা যুবদলের শোক সভা

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট পৌরসভা জননন্দিত মেয়র প্রয়াত আলহাজ্ব মোহাম্মদ আলীর স্মরণে এক শোক সভা অনুষ্ঠিত হয়েছে। শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে হবিগঞ্জ জেলা বিএনপির সভাপতি সাবেক এম.পি আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সল বলেছেন, মরহুম মোহাম্মদ আলী শুধু একজন নেতাই ছিলেন না, তিনি ছিলেন বিএনপির জন্য একজন প্রাণ পুরুষ। তিনি তার কর্ম আর ব্যক্তিত্ব দিয়ে মানুষের মন জয়  করেছেন। এখন শুধু শোক সভা করলেই চলবেনা তার আদর্শকে লালন করে বিএনপি ও অঙ্গসংগঠনের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। গতকাল বিকেলে উপজেলা যুবদলের উদ্যোগে পৌর শহরের বীর মুক্তিযোদ্ধা এনামুল হক মোস্তফা শহীদ অডিটরিয়ামে প্রয়াত মেয়র মোহাম্মদ আলী স্মরণে শোক সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের সভাপতি মোঃ আব্দুল মতিন। সাধারণ সম্পাদক এডভোকেট মোজাম্মেল হক চৌধুরীর পরিচালনায় বিশেষ অথিতি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সৈয়দ লিয়াকত হাসান, পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মোঃ হরমুজ আলী, বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব খাইরুল আলম, সহ-সভাপতি আলহাজ্ব হুসাইন আলী রাজন, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মনিরুল ইসলাম তালুকদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল হাই, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর সিরাজ, ইউপি চেয়ারম্যান এডভোকেট সরকার মোহাম্মদ শহীদ, আবু সালেহ মোঃ শফিকুর রহমান, এজাজ ঠাকুর চৌধুরী, এখলাছ তালুকদার, আজিজুর রহমান কাজল, শফিউল আলম শাফি, কাউন্সিলর আব্দুল জলিল, মোহাম্মদ আলা উদ্দিন, সাংগঠনিক সম্পাদক শফিক মিয়া, শ্রমিকদল নেতা টলু সরকার, দেওয়ান শফিক, পৌর শ্রমিকদলের সভাপতি আব্দুল করিম সরকার, সাধারণ সম্পাদক আমির আলী লস্কর হেলাল, সাংগঠনিক সম্পাদক লিয়াকত হাসান, আব্দুল মতিন চৌধুরী, পৌর যুবদলের সভাপতি আব্দুল হামিদ, সাংগঠনিক সম্পাদক জালাল মিয়া, যুবদল নেতা জামাল মিয়া, উপজেলা সেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক এম.এ কালাম লস্কর, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ আবু নাঈম হালিম, যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান রুমন, রফিক তালুকদার, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম সুজন, মইনুল হাসান চৌধুরী সৌরভ, হোসাইন মোহাম্মদ রুবেল, জাসাস নেতা মমিন আলী, কলেজ ছাত্রদলের আহ্বায়ক ফখরুল হাসান মুহিত, যুগ্ম আহ্বায়ক ফজলুর রহমান ফজলু প্রমুখ। শোক সভায় বক্তারা প্রয়াত মেয়র আলহাজ্ব মোহাম্মদ আলীর কর্মময় জীবনের উপর আলোচনা করেন। পরে মিলাদ মাহফিল পরিচালনা করেন, সদর জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোহাম্মদ আলী। Photo-19-10-14-300x127


     এই বিভাগের আরো খবর