,

হবিগঞ্জে ৩ দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন

হবিগঞ্জ প্রতিনিধি ॥ “উন্নয়নের গণতন্ত্র শেখ হাসিনার মূলমন্ত্র” ওই শ্লোগানকে সামনে নিয়ে হবিগঞ্জে ৩ দিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামন থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিমতলায় এসে মিলিত হয়। র‌্যালীতে প্রধান অতিথি হিসেবে অংশ গ্রহন করেন হবিগঞ্জ-লাখাই আসনের সংসদস সদস্য আলহাজ্ব এড. মোঃ আবু জাহির। উন্নয়ন মেলায় সভাপতিত্ব করেন হবিগঞ্জ জেলা প্রশাসক সাবিনা আলম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, উপ-সচিব সফিউল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ এমরান হোসেন, অতিরিক্তি জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ রোকন উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার আসম শামসুল ইসলাম ভূইয়া, হায়াতুন নবী, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ সহ বিভিন্ন স্থরের জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা-কর্মচারি অংশ গ্রহন করেন। পরে বিকেল ৩ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৩ দিন ব্যাপী ওই উন্নয়ন মেলার উদ্বোধন করেন। ৩ দিনব্যাপী এ উন্নয়ন মেলায় অনলাইনে পর্চা, নামজারী ও ভূমি উন্নয়ন কর আদায়, রিটার্ন দাখিল, ইটিআইএন খোলা, আয়কর সংক্রান্ত পরামর্শ ও তাৎক্ষণিক সেবা ও ভ্যাট রেজিস্ট্রেশন সম্পর্কে সেবা প্রদান, অনলাইনে জন্ম নিবন্ধন, পানির বিল সংগ্রহ, ট্রেড লাইসেন্স, হোল্ডিং ট্যাক্স, ব্লাড গ্র“পিং, ডায়াবেটিস পরীক্ষা, ব্লাড প্রেসার চেকসহ বিভিন্ন চিকিৎসা ও স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শ দেয়া হয়।


     এই বিভাগের আরো খবর