,

বিস্ফোরক মামলায় হবিগঞ্জ পৌরসভার অফিস সহায়ক রিপন গ্রেফতার

জুয়েল চৌধুরী ॥ বিস্ফোরক মামলায় হবিগঞ্জ পৌরসভার পরোয়ানাভুক্ত অফিস সহায়ক রিপন মিয়া (৩০) গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। সে শহরের মোহনপুর গ্রামের রহমত আলীর পুত্র। এর প্রতিবাদে সড়ক অবরোধ করেছে পৌর কর্মচারীরা। এ নিয়ে পুলিশের সঙ্গে কর্মচারীদের বাকবিতন্ডা হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। ঘটনার আধাঘণ্টা পর ভারপ্রাপ্ত পৌর মেয়র, কাউন্সিলর ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। পুলিশ জানায়, পৌরসভার অফিস সহায়ক রিপন মিয়ার বিরুদ্ধে ২০১৫ সালের ১৩ জানুয়ারি সদর থানায় বিস্ফোরক আইনে একটি মামলা করা হয়। মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন। মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ও মালামাল ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। এর প্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার বেলা ২টার দিকে সদর থানার এসআই পার্থ চক্রবর্তীসহ একদল পুলিশ তাকে পৌরসভা থেকে গ্রেফতার করে। এ সময় তার সহকর্মী অন্যান্য কর্মচারীরা বিক্ষুব্ধ হয়ে পৌরসভার দুইটি ময়লার গাড়ি শহরের প্রধান সড়কে আটকে অবরোধ সৃষ্টি করে। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। পৌর কর্মচারিদের অভিযোগ, অফিস চলাকালীন সময়ে পুলিশ কাউকে কিছু না বলে রিপনকে গ্রেফতার করে নিয়ে যায়। খবর পেয়ে পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র দিলীপ দাস, কাউন্সিলরগণ ও সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াছিনুল হক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন। পরে বিষয়টি নিয়ে পৌরসভার সভাকক্ষে এক বৈঠক হয়। এতে ভারপ্রাপ্ত মেয়র অবিলম্বে ওই কর্মচারীর জামিনের ব্যবস্থা করবেন বলে আশ্বাস দেন। সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াছিনুল হক জানান, নাশকতা ও বিস্ফোরক আইনে রিপনের বিরুদ্ধে মামলা বিচারাধীন। তার বিরুদ্ধে আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা ও মালামাল ক্রোকের আদেশ দেয়া হয়েছে। এ জন্য তাকে গ্রেফতার করা হয়েছে। গতকালই তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।


     এই বিভাগের আরো খবর