,

বাহুবলে এমপি আবু জাহির দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্টের জমকালো উদ্বোধন

বাহুবল প্রতিনিধি \ বাহুবলে এডভোকেট মোঃ আবু জাহির এমপি দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্টের জমকালো উদ্বোধন করা হয়েছে। গতকাল রবিবার রাত সাড়ে ৮টায় বাহুবল উপজেলার পুটিজুরি বাশপাতা রেস্টুরেন্ট সংলগ্ন মাঠে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের সভাপতি ও পুটিজুরি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ মুদ্দত আলীর সভাপতিত্বে উদ্বোধণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পেট্টো বাংলার সাবের পরিচালক বীর মুক্তিযোদ্ধা মেজর (অবঃ) তাহের উদ্দিন আখঞ্জি। বিশেষ অতিথি ছিলেন বাহুবল উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই, বাহুবল উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল, জেলা পরিষদের সদস্য সুলতান মাহমুদ, বাহুবল কলেজের অধ্যক্ষ আব্দুর রব শাহীন, পুটিজুরি ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শামছুদ্দিন আহমেদ তারা প্রমুখ। সভায় উপস্থিত ছিলেন রূপাইছড়া রাবার বাগানের ব্যবস্থাপক মফিজুল হক খান, জেলা তাতীলীগের সিনিয়র যুগ্ম আহŸায়ক মাহবুব সাদীক উজ্জল, সদস্য সচিব মোঃ জসিম উদ্দিন, পুটিজুরি ফাড়ির ইনচার্জ গৌরাঙ্গ কুমার বসু, শামীম আহমেদ মহসিন, সাজু নাছের চৌধুরী, রূপাইছাড়া রাবার বাগানের সিভিএ সভাপতি শেখ মোঃ আব্দ্লু­াহ, ডাঃ শাহ মুশাহিদ হোসেন, ইয়াকুব উল­াহ মহালদার, আব্দুস সালাম, করুন রঞ্জন পাল, রমাপ্রদ রায়, আব্দুল মালেক মাস্টার, সফিউল আলম চৌধুরী স্বপন, প্রদীপ মাস্টার, প্রভাষক আবুল কালাম, স্বপন মাস্টার, সঞ্জয় পাল, সানু রায়, তাতীলীগ নেতা মামুনুর রশিদ খান, নোমান মিয়া, শাহ আব্দুল আহাদ, জসিম উদ্দিন আখঞ্জি প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে মুক্ত রাখে। প্রতিটি মানুষের প্রয়োজন খেলাধুলায় নিয়োজিত থাকা। বক্তারা বলেন এমপি আবু জাহির হবিগঞ্জের গণমানুষের নেতা। তার নেতৃত্বে হবিগঞ্জে সর্বত্র উন্নয়নের জোয়ার বইছে। বক্তারা এ ধরনের টুর্নামেন্ট আয়োজন করায় আয়োজক কমিটিকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতে আরো বড় ধরনের বিভিন্ন টুর্নামেন্ট আয়োজনের জন্য আহŸান জানান। টুর্নামেন্টে ৩০টি দল অংশ গ্রহন করেছে। অনুষ্ঠানটি পরিচালনা করেন পুটিজুরি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক পংকজ কান্তি গোপ।


     এই বিভাগের আরো খবর