,

ফুলতলী (রহঃ)-এর ঈসালে সাওয়াব মাহফিলে পদদলিত হয়ে নবীগঞ্জের ১জনসহ ৩ জনের মৃত্যু

ছনি চৌধুরী ॥ সিলেট জকিগঞ্জে আল্লামা ফুলতলী (রহ.) এর ঈসালে সাওয়াব মাহফিলে খাবার সংগ্রহের সময় সৃষ্ট ভীড়ের কারণে পদদলিত হয়ে নবীগঞ্জের একজন সহ ৩ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। উপমহাদেশের প্রখ্যাত ওলীয়ে কামিল আল্লামা ফুলতলী (রহ.)- এর ৯ম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে প্রতি বছরের ন্যায় গত ১৫ জানুয়ারী, জকিগঞ্জের ছাহেব বাড়ি সংলগ্ন বালাই হাওরে ঈসালে সাওয়াব মাহফিলের আয়োজন করা হয়। বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে লাখ লাখ লোকজন ঈসালে সাওয়াব মাহফিলে উপস্থিত হয়। সূত্রে জানাযায়, রবিবার গভীর রাতে খাবার সংগ্রহ সময় সৃষ্ট ভীড়ের কারণে পদদলিত হয়ে মর্মান্তিক মৃত্যু হয় নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের বনগাঁও গ্রামের মৃত রইস উদ্দিন এর পুত্র হুমায়ুন কবীর বকুল (৩৭) ও সিলেটের ওসমানীনগর উপজেলার নগরীকাপন এলাকার জিতু মিয়া। তবে অন্যজনের পরিচয় সনাক্ত করা যায়নি। এই অনাকাড়িখত মৃত্যুতে বনগাঁও গ্রামে এবং নগরীকাপন এলাকা জুড়ে সুখের ছাঁয়া নেমে এসেছে ।


     এই বিভাগের আরো খবর