,

ডিজিটাল মেলার প্রতি তরুণ প্রজন্মকে আকৃষ্ট করতে হবে-জেলা প্রশাসক সাবিনা আলম

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের জেলা প্রশাসক সাবিনা আলম বলেছেন, হবিগঞ্জের উন্নয়ন মেলা সমগ্র বিভাগের মাঝে প্রশংসিত হয়েছে। এটি হবিগঞ্জবাসীর জন্য গৌরবের। এই সফলতার পিছনে মিডিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। উন্নয়ন মেলার মত ১৯ জানুয়ারী থেকে শুরু হওয়া তিন দিন ব্যাপি ডিজিটাল মেলাও আকর্ষনীয় করা হবে। মিডিয়ার মাধ্যমে ডিজিটাল মেলার প্রতি তরুণ প্রজন্মকে আকৃষ্ট করতে হবে। তবেই মেলা স্বার্থক হবে। গতকাল মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তিন দিন ব্যাপি ডিজিটাল মেলাকে সামনে রেখে প্রেস ব্রিফিংকালে তিনি একথাগুলো বলেন। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক এমরান হোসেন, হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, জেলা তথ্য কর্মকর্তা সালাউদ্দিন, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি গোলাম মোস্তফা রফিক ও সাবেক সাধারন সম্পাদক এড. শাহ ফখরুজ্জামান। জেলা প্রশাসিক সাবিনা আলম বলেন, ১৯ জানুয়ারী সকালে কালেক্টরেট ভবনের সামন থেকে বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে ডিজিটাল উদ্ভাবনী মেলার কার্যক্রম শুরু হবে। জেলা পরিষদ অডিটরিয়ামে ৩৫টি স্টলে জেলায় অন লাইনে যত সেবা আছে তার প্রদর্শন থাকবে। মেলা প্রাঙ্গনে ফ্রি ওয়াই ফাই সংযোগসহ বিভিন্ন সেবা প্রদান করা হবে। তিন দিনে তিনটি সেমিনার, ফ্রি-ল্যান্সিং/আউটসোর্সিং প্রশিক্ষণ, কুইজ প্রতিযোগিতা ও সাংস্কৃতি অনুষ্ঠানের ব্যবস্থা রয়েছে। এছাড়াও মেলায় ফেইজবুক ও ই-মেইল আইডি, সূলভ এ থোন প্রতিযোগিতা, ড্রোন প্রদর্শন ও এজন্ট ব্যাংকিং সেবার ব্যবস্থা রয়েছে। জেলা প্রশাসক আরও বলেন, ডিজিটাল উদ্ভাবনী মেলায় জেলা ব্রান্ডিং এর বিষয়ে বিশেষ গুরুত্ব প্রদান করা হবে এবং জেলার বিভিন্ন দর্শনীয় স্থানের উপর ডকুমেন্টারী প্রদর্শন করা হবে। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক এমরান হোসেন বলেন, সুন্দরবন থেকে বড় বন হল হবিগঞ্জের রেমা-কালেঙ্গা। এখানকার গাছগুলো যেমত বড় তেমনি পুরনো। অনেক জীব বৈচিত্র রয়েছে এই বনে। মেলায় এর উপর একটি ডকুমেন্টারী প্রদর্শন করা হবে। মেলা উপলক্ষে ওই বনে দুর্লভ হরিণ অবমুক্ত করার পাশাপাশি মেলায় একটি হরিণ প্রদর্শনেরও ব্যবস্থা থাকবে। প্রসঙ্গত, প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন প্রকল্পের সহায়তায় ১৯ থেকে ২১ জানুয়ারী তিনিদিন ব্যাপি ডিজিটাল উদ্ভাবনী মেলা চলবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সিলেটের বিভাগীয় কমিশনার জামাল উদ্দিন এবং সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন হবিগঞ্জ-৩ আসনের এমপি এড. মোঃ আবু জাহির।


     এই বিভাগের আরো খবর