,

আজ থেকে হবিগঞ্জে শুরু হচ্ছে ৩দিন ব্যাপী ডিজিটাল মেলা

রফিকুল হাসান চৌধুরী তুহিন ॥ তরুন প্রজন্মকে আধুনিক প্রযুক্তির আওতায় পরিচয় ঘটানো ও বাংলাদেশকে একটি তথ্য প্রযুক্তি নির্ভর সোনার বাংলায় রূপান্তরিত করার দৃঢ় প্রত্যয় নিয়ে আজ বৃহস্পতিবা সকাল থেকে হবিগঞ্জে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী আকর্ষনীয় ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০১৭ইং। এ উপলক্ষে জেলা প্রশাসক সাবিনা আলমের নেতৃত্বে জেলা প্রশাসন ব্যাপক প্রস্তুতি গ্রহন করেছেন। ইতিমধ্যে ফেস্টুন-ব্যানার সহ নানা আকর্ষনীয় সাজে সজ্জিত করা হয়েছে সংশ্লিস্ট স্থন সমূহ। মেলার ১ম দিন সকাল সাড়ে ৯ টায় জেলা কালেক্টরেট প্রাঙ্গনস্থ নিমতলা থেকে এক বর্নাঢ্য র‌্যালী বের করবে জেলা প্রশাসন। পরবর্তীতে সকাল ১০ টায় হবিগঞ্জ জেলা পরিষদ অডিটরিয়াম-কাম-কমিউনিটি সেন্টারে এই মেলার শুভ উদ্বোধন করবেন সিলেটের বিভাগীয় কমিশনার মোঃ জামাল উদ্দিন আহমেদ। জেলা প্রশাসক সাবিনা আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকছেন এসপি জয় দেব কুমার ভদ্র, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল কদ্দুছ আলী সরকার, বৃন্দাবন সরকারী কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল খালেক, সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী। বিকেল ৩ টায় রূপকল্প ২০২১ ও ২০৪১ এবং শেখ রাসেল ডিজিটাল ল্যাব শীর্ষক সেমিনার। মেলার ২য় দিন সকাল সাড়ে ১০ টায় ডিজিটাল বাংলাদেশ ও নাগরিক সেবায় উদ্ভাবন এবং জেলা ব্য্যান্ডিং শীর্ষক সেমিনার। এতে প্রধান অতিথি থাকবেন ডিসি সাবিনা আলম। দুপুর ১২ টায় জেলা পরিষদ অডিটরিয়ামে স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের অংশগ্রহনে আইসিটি বিষয়ক কুইজ প্রতিযোগিতা সল্ভ-এ- টহন-২০১৭। মেলার ৩য় ও শেষ দিনে সকাল ১১ টায় কালিকাপুর দরিদ্র কল্যান সংস্থা (কেডিকেএস) এর পরিচালনায় আউটসোসিং/ফ্রিল্যান্সিং বিষয়ক সেমিনার। দুপুর ১২ টায় ই-সেবা শীর্ষক সেমিনার ইউডিসি-জনগনের দোর গোড়ায়। বিকেল ৩ টায় ডিসি সাবিনা আলমের সভাপতিত্বে শুরু হবে ডিজিটাল মেলার সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি থাকবেন হবিগঞ্জ-৩ আসনের এমপি এডভোকেট আলহাজ্ব মোঃ জাহির এমপি। এই অনুষ্ঠানের পরপরই এক মনোজ্ঞ সাঙস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ডিজিটাল মেলার সমাপ্তি হবে। জেলা প্রশাসক সাবিনা আলম বলেছেন, তরুন প্রজন্মকে উৎসাহিত করতে এই মেলা আকর্ষনীয় করে তুলতে তারা সর্বশক্তি ও মেধা প্রয়োগ করেছেন। তাঁর প্রত্যাশা, এই মেলার ৩ দিনই হাজার হাজার দর্শকের সমাগম ঘটবে। যা ডিজিটাল বাংলাদেশ বির্নিমানে সহায়ক শক্তি হিসেবে কাজ করবে।


     এই বিভাগের আরো খবর