,

কিবরিয়া হত্যা মামলার সাক্ষ্য গ্রহন আবারো পিছালো

হবিগঞ্জ প্রতিনিধি ॥ সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় গতকাল বৃহস্পতিবারও সাক্ষ্য গ্রহণ হয়নি। আদালতে সকল আসামি হাজির না থাকায় সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মকবুল আহসান সাক্ষ্য গ্রহণ করেননি। পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ৮ ফেব্র“য়ারি তারিখ ধার্য করেছেন বিচারক। আদালতের পিপি এডভোকেট কিশোর কুমার কর জানান, বুধবার (১৮ জানুয়ারি) আদালতে কোনো সাক্ষী হাজির হননি। এজন্য সাক্ষ্য গ্রহণ হয়নি। বৃহস্পতিবার সাক্ষ্য গ্রহণের জন্য তারিখ নির্ধারণ করা ছিল। তবে একজন সাক্ষী হাজির থাকলেও মামলার ৯ আসামি আদালতে হাজির হননি। এজন্য সাক্ষ্য গ্রহণ করেননি বিচারক। প্রসঙ্গত, ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যের বাজারে জনসভায় গ্রেনেড হামলায় সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া পাঁচজন নিহত হন। এ ঘটনায় দায়েরকৃত মামলার ১৭১ জন সাক্ষীর মধ্যে ইতোমধ্যে ৪৬ জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে।


     এই বিভাগের আরো খবর