,

হবিগঞ্জে ব্যপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু ॥ মেলায় হাজারো উৎফুল্ল জনতার ঢল

রফিকুল হাসান চৌধুরী তুহিন ॥ তরুন প্রজন্মকে তথ্য প্রযুক্তির সাথে সম্পৃক্ত করার প্রত্যয়ে হাজার হাজার উৎফুল্ল সরকারী কর্মকর্তা-কর্মচারী আর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী-সাংবাদিক সহ নানা পেশার মানুষের অংশ গ্রহনে বর্নাঢ্য র‌্যালী ও ব্যপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে হবিগঞ্জে শুরু হয়েছে ৩ দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০১৭। গতকাল বৃহস্পতিবার থেকে শুরু এই মেলা চলবে আগামী ২১ জানুয়ারী শনিবার পর্যন্ত। বাদ্যযন্ত্রে তালে তালে সুরের মোহনায় ওই দিন দুপুরে জেলা কালেক্টরেট প্রাঙ্গন নিমতলা থেকে বের হওয়া বর্নাঢ্য র‌্যালীতে অংশ নিয়ে অপরূপ সাজে সজ্জিত জেলা পরিষদ অডিটরিয়াম সহ তৎসংলগ্ন প্রাঙ্গনে আকর্ষনীয় এই মেলা উদ্বোধন করেন সিলেট বিভাগীয় কমিশনার মোঃ জামাল উদ্দীন আহমেদ। এসময় একই স্থানে অনুষ্ঠিত হয় বিশাল সমাবেশ। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সাবিনা আলম। প্রধান অতিথি ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার মোঃ জামাল উদ্দীন আহমেদ। এসময় উপস্থিত ছিলেন বৃন্দাবন সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর সত্যেন্দ্র কুমার শীল, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কুদ্দুছ আরী সরকার, এসপি জয় দেব কুমার ভদ্র, উপ-সচিব মোঃ সফিউল আলম (স্থানীয় সরকার), বিজ্ঞ এডিএম মোঃ এমরান হোসেন, এডিশনাল এসপি হায়াতুন্নবী, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর চৌধুরী, হপবিস জিএম মোঃ সোলায়মান মিয়া, সিভিল সার্জন ডাঃ দেবপ্রদ রায়, হবিগঞ্জ আঞ্চলিক পার্সপোর্ট অফিসের এডি মোঃ সালাউদ্দিন প্রমুখ। মেলায় ৪৫ টি স্টলের মধ্যে বেশ কয়েকটি উৎসুক দর্শকদের বেশ দৃষ্টি কাড়ে। মেলায় তরুন প্রজন্মের ছেলে-মেয়েদের উপস্থিতির সংখ্যাই হবে প্রায় ৯৫ভাগ। মেলায় অনেক দর্শকই তাদের অভিমত প্রকাশ করে বলেছেন, এই ডিজিটাল মেলার মাধ্যমে তরুন প্রজন্ম যেমন তথ্য প্রযুক্তিকে চিনতে পেরে তার ব্যবহার সুনিশ্চিত করতে পারবে, তেমনি ২০২১ এবং ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত প্রযুক্তি নির্ভর সোনার বাংলা হিসেবে গড়ে তোলা সম্ভব হবে। এই মেলা আয়োজন করার জন্য ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদষ্ট্রা জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পুত্র সজীব ওয়াজেদ জয়কে অভিনন্দন জানানোর পাশাপাশি হবিগঞ্জ জেলা প্রশাসনেরও ভূয়শী প্রশংসা করেন উৎসুক নতুন প্রজন্মের তরুন-তরুনী সহ সাধারণ মানুষ।


     এই বিভাগের আরো খবর