,

হবিগঞ্জের চৌধুরী বাজার থেকে অভিনব কায়দায় টমটম চুরি

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার পয়েন্ট থেকে চালককে চাউল কেনার কথা বলে একটি টমটম চুরি করেছে একটি সংঘবদ্ধ চোর চক্র। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় চৌধুরী বাজার ব্যবসায়ীদের মধ্যে আতংক দেখা দিয়েছে। স্থানীয় সুত্র জানায়, গতকাল উল্লেখিত সময়ে শহরের চৌধুরী বাজারে চাউলের বস্ত্রা কেনার জন্য একটি টমটম ভাড়া করে টমটম চোর চক্রের এক সদস্য। এ সময় ওই চোর চক্রের সদস্য টমটম চালক গাজী মিয়াকে শায়েস্তানগর চাউলের বস্তা নিয়ে আসবে বলে তাকে কিবরিয়া ব্রীজের নিচে নিয়ে যায়। পরে সেখানে টমটমটি রেখে চাউলের বস্তা আনার জন্য চালক গাজী মিয়াকে নিয়ে নদী পাড়ে আসে ওই চোর চক্রের সদস্য। এক পর্যায়ে সে টমটম চালককে নিয়ে সেখানে কিছুক্ষন থাকার পর সে ওই চালককে টমটমটি নিয়ে আসতে বলে। এ সময় চালক কিবরিয়া ব্রীজের নিচে গেলে সে দ্রুত পালিয়ে যায়। এদিকে, ওই চালক কিবরিয়া ব্রীজের কাছে গিয়ে দেখতে পায় টমটমটি নাই। কে বা কাহারা চুরি করে নিয়ে গেছে। এ সময় টমটমটি বিভিন্নস্থানে খোঁজাখুজি করেও পাওয়া যায়নি। টমটমের মালিক করিম খান বলেন, কে বা কাহারা টমটমটি চুরি করেছে জানা যায়নি, তবে এ ব্যাপারে মামলা দায়ের করা হবে।


     এই বিভাগের আরো খবর