,

শতবর্ষ পূর্তি উৎসবে যোগ দিতে আজ নবীগঞ্জ আসছেন অর্থমন্ত্রী : বর্ণাঢ্য র‌্যালী ও সাংস্কৃতিক সন্ধ্যার মধ্য দিয়ে ১ম দিনের উৎসব পালিত

জসিম তালুকদার/ছনি চৌধুরী ॥ নবীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নবীগঞ্জ যুগল-কিশোর (জে.কে) উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসব শুরু হয়েছে। শতবর্ষ পূর্তি উৎসবে যোগ দিতে আজ নবীগঞ্জ আসছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এমপি। অর্থমন্ত্রীকে বরণ করতে উৎসব উদযাপন কমিটির নেতৃবৃন্দ ব্যপক প্রস্তুতি গ্রহন করছে। গতকাল শুক্রবার বেলা সাড়ে ৩টায় শতবর্ষ উদযাপন কমিটির সভাপতি ও নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর চৌধুরীর নেতৃত্বে শহরে বিশাল বর্নাঢ্য র‌্যালী বের করা হয়। উক্ত র‌্যালীতে প্রফেসার, চিকিৎসক, এডভোকেট, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী সহ সহস্রাধিক নবীন-প্রবীন ছাত্র-ছাত্রী অংশগ্রহন করে। স্কুল মাঠ প্রাঙ্গন থেকে শুরু করে রঙ-বেরঙের ব্যানার, ফেস্টুন নিয়ে নানা সাঁজে সেজে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে র‌্যালীটি। উৎসবকে ঘিরে বর্ণিল সাজে সজ্জিত করা হয়েছে স্কুল মাঠ ও শহরের গুরুত্বপূর্ন স্থানগুলো। র‌্যালীটি শহর প্রদক্ষিণ শেষে আবারো স্কুল প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। উক্ত র‌্যালীর উদ্ধোধন করেন হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য এম.এ মুনিম চৌধুরী বাবু। র‌্যালীতে উপস্থিত ছিলেন ঢাকা স্বাস্থ্য অধিদপ্তরের প্রাক্তন উপ-পরিচালক (স্বাস্থ্য) ডাঃ শফিকুর রহমান, নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অধ্যাপক তোফাজ্জুল ইসলাম চৌধুরী, ব্যারিষ্টার আতাউর রহমান আতা, ওসি আব্দুল বাতেন খাঁন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আবু সিদ্দিক, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, হবিগঞ্জ জেলা পরিষদ সদস্য এড. সুলতান মাহমুদ ও আব্দুল মালিক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মুজিবুর রহমান সেফু, বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি সুখেন্দু রায় বাবুল, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক শামীম আহমদ চৌধুরী, দৈনিক সময় পত্রিকার প্রকাশক ও বার্তা সম্পাদক মোঃ সেলিম তালুকদার, নির্বাহী সম্পাদক ও নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি মুরাদ আহমদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নাজমুল ইসলাম, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক লোকমান আহমদ খাঁন, আওয়ামীলীগ নেতা জুনেদ হোসেন চৌধুরী, বিশিষ্ঠ ব্যবসায়ী মোঃ শফিকুর রহমান শফিক, মোঃ মিজানুর রহমান চৌধুরী নিলু, উপজেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ ইয়াওর মিয়া, মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুল আলম সুমন, হোমল্যান্ড আইডিয়াল স্কুলের অধ্যক্ষ তাপস আচার্য্য, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ইকবাল আহমেদ বেলাল, সিনিয়র সাংবাদিক সুবিনয় রায় বাপ্পি, উত্তম কুমার পাল হিমেল, রিপন দেব, অলিউর রহমান অলি, সলিল বরণ দাশ, ফরিদ শিকদার, মাওঃ আব্দুর রকিব হক্কানী, তৌহিদ চৌধুরী, শাওন আহমদ প্রমুখ। বিকেলে আতশবাজির মাধ্যমে সাংস্কৃতিক সন্ধ্যার উদ্ধোধন করা হয়। রাত ১২ টা পর্যন্ত স্থানীয় শিল্পীগণ উক্ত সাংস্কৃতিক সন্ধ্যায় গান পরিবেশন করেন। এর আগে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উক্ত বিদ্যালয়ের রেজিষ্ট্রেশনকৃত সকল ব্যাচের নবীণ প্রবীন শিক্ষাথীদের মধ্যে আইডি কার্ড, টি-শার্টসহ অন্যান্য উপকরণ বিতরন করা হয়। শতবর্ষ পূর্তি উৎসবে অংশগ্রহন করতে আজ শনিবার সকাল ১০টায় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এমপি হেলিকপ্টার যোগে নবীগঞ্জ আসছেন। সকাল সাড়ে ১০টায় যুগল-কিশোর উচ্চ বিদ্যালয় মাঠ ভেন্যুতে প্রধান অতিথি হিসেবে তিনি অনুষ্ঠানের শুভ উদ্ধোধন করবেন।


     এই বিভাগের আরো খবর