,

নবীগঞ্জ জে.কে উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসবে অর্থমন্ত্রী- আগামী ২৪ সালের মধ্যে দেশের শিক্ষার হার শতভাগ নিশ্চিত হবে

আনোয়ার হোসেন মিঠু/সেলিম তালুকদার ॥ নবীগঞ্জ জে.কে উচ্চ বিদ্যালয়ে ২ দিনব্যাপী শতবর্ষপূর্তি উৎসব ঝাঁকজমক পূর্ণভাবে সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার প্রধান অতিথি হিসেবে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এমপি জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে ও বেলুন উড়িয়ে শতবর্ষ পূর্তির ২য় দিনের উৎসবের শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, নতুন নির্বাচন কমিশন গঠনের জন্য রাষ্ট্রপতি কর্তৃক যে সার্চ কমিটি গঠন করা হয়েছে তা অত্যন্ত নিরপেক্ষ। সার্চ কমিটির সদস্যরা অত্যন্ত জ্ঞানী, গুনী ও ভাল মানুষ। যারা সার্চ কমিটি নিয়ে অভিযোগ তুলছেন তারা ভ্রান্ত ও রাবিশ। তিনি আরো বলেন সরকার বর্তমানে উচ্চ মাধ্যমিক পর্যন্ত অবৈতনিক করেছে আগামীতে স্নাতক পর্যন্ত অবৈতনিক লেখা পড়ার সুযোগ করবে। আগামী ২৪ সালের মধ্যে দেশের শিক্ষার হার শতভাগ নিশ্চিত হবে। কৃষি খাতে উন্নতির কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, পাকিস্থান আমাদের একটি দরিদ্র রাষ্ট্রে পরিণত করেছিলো। তখন আমরা ১ কোটি ১০ লাখ টন খাদ্য উৎপাদন করতাম আর এখন আমরা ৩ কোটি ৮২ লাখ টন খাদ্য উৎপাদন করছি। আমরা এখন খাদ্যে স্বয়ং সম্পূর্ন এবং বাহিরে খাদ্য রপ্তানী করি। আমাদের দেশে তুলা উৎপাদন না হলেও আমরা গার্মেন্টস শিল্পে বিশ্বের মধ্যে দ্বিতীয় স্থানে আছি। শতবর্ষ পূর্তি উদযাপন কমিটির সভাপতি ও নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরীর সভাপতিত্বে বিশিষ্ট নাট্য শিল্পী উজ্জল দাশের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির, হবিগঞ্জ-১ আসনের এমপি আব্দুল মুনিম চৌধুরী বাবু, জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মুশফিক হোসেন চৌধুরী, জেলা প্রশাসক সাবিনা আলম ও অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সামছুল ইসলাম ভূঁইয়া, নবীগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা জিতেন্দ্র কুমার নাথ, সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ রাসেলুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অধ্যাপক তোফাজ্জুল ইসলাম চৌধুরী। মুল প্রবন্ধ উপস্থাপন করেন সিলেট মদন মোহন বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ ড. আবুল ফতেহ ফাত্তাহ। অনুষ্ঠানের শুরুতেই অর্থমন্ত্রী জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করে ও বেলুন উড়িয়ে শতবর্ষ পূর্তির উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দসহ যারা ওই আয়োজনকে সফল করেছেন তাদেরকে বিশেষ সম্মাননা প্রদান করা হয় এবং গত ১০০ বছেরের ইতিহাসে সেরা মেধাবী ছাত্র হিসেবে ডাঃ সুকেশ দাশ, মোঃ বজলুর রহমান, আরকান উদ্দিন ও মোঃ সাইফুর রহমান খাঁনকে বিশেষ সম্মননা প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ষপুর্তি উদযাপন নিবন্ধন উপকমিটির আহবায়ক ডাঃ শফিকুর রহমান, জেলা আওয়ামীলীগ নেতা শাহ নেওয়াজ মিলাদ গাজী, মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠন ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুর রউফ, নবীগঞ্জ জে.কে উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাহবুবুর রহমান চৌধুরী, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এড. মুনসুর আহমদ ইকবাল ও সাবেক সভাপতি মোহাম্মদ নাহিজ, হবিগঞ্জ জেলা বিটিভির প্রতিনিধি ও দেশ জমিন পত্রিকার সম্পাদক মোঃ আলগীর খাঁন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল, সাবেক সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোঃ আবু সিদ্দিক, হবিগঞ্জ জেলা পরিষদের মহিলা সদস্য শিরিন আক্তার, সদস্য এড. সুলতান মাহমুদ, মোঃ আব্দুল মালিক, জে.কে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, ইউপি চেয়ারম্যান এড. জাবেদ আলী, নবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল গফুর চৌধুরী, সাবেক সভাপতি সুখেন্দু চন্দ্র রায় বাবুল, উপজেলা জাতীয় পার্টির আহবায়ক শাহ্ আবুল খায়ের, সদস্য সচিব মাহমুদ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার নির্বাহী সম্পাদক মুরাদ আহমদ, হোমল্যান্ড আইডিয়াল স্কুলের অধ্যক্ষ তাপস আচার্য্য, বিশিষ্ঠ ব্যবসায়ী মোঃ শফিকুর রহমান শফিক, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু দাশ রানা, কেন্দ্রীয় যুবলীগের সদস্য আব্দুল মুকিত চৌধুরী, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক লোকমান আহমদ খাঁন ও গোলাম রসুল চৌধুরী রাহেল। এছাড়া অনুষ্ঠানে সাংবাদিক, কবি, এডভোকেট, শিক্ষক, শিক্ষিকা, ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।


     এই বিভাগের আরো খবর