,

করগাঁও ইউনিয়নে আন্তঃ প্রাথমিক ক্রীড়া ও সাংস্কৃৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

সংবাদদাতা ॥ গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক গণশিক্ষা মন্ত্রনালয়ের নির্দেশ মোতাবেক গতকাল রবিবার ৭নং করগাঁও ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্তঃপ্রাথমিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা বড় শাখোয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। জাঁকঝমকভাবে দিনব্যাপী পরিচালিত প্রতিযোগিতায় ইউনিয়নের ১৪টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্রীড়া ও সাংস্কৃতিক মিলিয়ে ৫০টি ইভেন্টে অংশগ্রহন করে। বিদ্যালয় পর্যায়ে অনুষ্ঠিত বিভিন্ন ইভেন্টের প্রতিযোগীদের মাঝে শুধুমাত্র ১ম স্থান অর্জনকারীরাই প্রতিযোগীতায় অংশগ্রহন করে। ব্যপক উৎসাহ উদ্দীপনার সাথে সুসজ্জিত মাঠে শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও অনেক অভিভাবকদের উপস্থিতি ছিলো লক্ষ্যনীয়। দিনব্যাপী প্রতিযোগিতা শেষে বিকাল ৩টায় বড় শাখোয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। ইউনিয়ন শিক্ষক সমিতির সভাপতি তপন পাল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গীতেন্দ্র কুমার দশ এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৭নং করগাঁও ইউপি চেয়ারম্যান মোঃ ছাইম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শামীম আহমদ চৌধুরী, ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শৈলেন্দ্র চন্দ্র দাশ, উপজেলা শিক্ষক সমিতির সহ-সভাপতি সেলিনা বেগম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রুবেল মিয়া, মিহির লাল দাশ। অন্যানের সাথে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক অশেষ কুমার দাশ, প্রধান শিক্ষক তপন জ্যোতি রায়, প্রধান শিক্ষক লিটন চন্দ্র দেবনাথ, প্র:শি সুমা চক্রবর্তী, ঝর্না তালুকদার, চঞ্চলা মোদক, মিত্রা দেব, শম্পা দেবনাথ, অর্চনা দাশ, শিক্ষক সুকেশ চন্দ্র শীল, অজন্তা বনিক, রাশেদা বেগম, অর্পনা সরকার, মনিকা চক্রবর্ত্তী, উমা পাল, বেবি রানী দাশ, সুপ্তা দাশ, শংকর পাল, সাজ্জাদুল হক রুমেল, হরিপদ দাশ, মিনা পারভীন, আলেয়া ফেরদৌস, গৌর মোহন দাশ, মিলন রানী দাশ প্রমুখ। সার্বিক সহযোগিতায় ছিলেন অফিস সহায়ক দীপন পাল, মোতালেব মিয়া, জুয়েল দাশ, বিলাল মিয়া, টিটু মিয়া। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


     এই বিভাগের আরো খবর