,

মাধবপুরে অনিয়মতান্ত্রিক ভাবে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কার্যক্রম ঘোষণায় মুক্তিযোদ্ধাদের মধ্যে ক্ষোভ

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলায় অনিয়মতান্ত্রিক ভাবে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কার্যক্রম ঘোষণায় মুক্তিযোদ্ধাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের ওয়েবসাইডের পরিপত্র না মেনে গত ২৯ ডিসেম্বর মাধবপুর উপজেলা যাচাই-বাছাই কমিটির সভাপতি ক্যাপ্টেন কাজী কবির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আগামী ৪ ফেব্র“য়ারি উপজেলায় যাচাই-বাছাই কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত অনুসারে নতুন আবেদনকারী এবং সকল মুক্তিযোদ্ধাগণকে যাচাই-বাচাই ফরম পূরণপূর্বক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের নিকট এবং সংশ্লিষ্ট ইউনিয়ন কমান্ডারগণের নিকট জমা দেয়ার জন্য বলা হয়েছে। অথচ জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) সিদ্ধান্ত অনুযায়ী যাচাই-বাছাইর আওতায় সুনির্দিষ্ট ভাবে বলা হয়েছে যে সমস্থ মুক্তিযোদ্ধা নতুন অন্তর্ভূক্তির জন্য আবেদন করেছেন এবং যাদের নাম লাল মুক্তি বার্তা ও ভারতীয় তালিকায় নাই এবং যাদের বিরুদ্ধে সুনিদিষ্ট অভিযোগ রয়েছে তাদেরই কেবল আবেদন ফরম পূরণ করে জমা দিতে হবে। উল্লেখ্য, ইতিমধ্যে দেশের ৮টি জেলায় নিয়ম বহির্ভূত ভাবে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কার্যক্রম পরিচালনার কারণে মহামান্য হাইকোর্ট যাচাই-বাচাই কার্যক্রমে স্থগিতাদেশ প্রদান করেন। এ বিষয়ে মাধবপুর উপজেলা কমান্ডার নুরুল ইসলাম জানান, যাচাই-বাছাই কমিটির সভাপতি চাচ্ছেন সবাই আবেদন করুক অথচ যারা নতুন আবেদনকারী এবং যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে শুধু তারাই আবেদন ফরম পূরণ করবেন। এ নিয়ে মুক্তিযোদ্ধাদের মধ্যে ভিতরে ভিতরে চাপা ক্ষোভ রয়েছে। মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও যাচাই-বাছাই কমিটির সমন্বয়ক মোঃ মুখলেছুর রহমান বলেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় ও জামুকার নিয়মের বাহিরে কোন কার্যক্রম করা হবেনা। তিনি ঢাকাতে ট্রেনিংয়ে রয়েছেন আগামী ২ ফেব্র“য়ারি ট্রেনিং শেষ করে মাধবপুর উপজেলাতে সভা আহ্বান করে সিদ্ধান্ত নিবেন।


     এই বিভাগের আরো খবর