,

কাগাপাশায় লন্ডনস্থ বাংলা টিভির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

মুজাহিদ চৌধুরী ॥ লন্ডনস্থ বাংলা টিভির কালচারাল প্রোগ্রাম “মাই ভিলেজ”-এর উদ্যোগে এয়ার এক্সপ্রেস ট্রাভেল এন্ড ট্যুর এর অর্থায়নে অসহায় ও দরিদ্র শীতার্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার বিকালে বানিয়াচং উপজেলার কাগাপাশা গ্রামের ১শত শীতার্থদের মধ্যে বিভিন্ন প্রকার শীতবস্ত্র বিতরণ করা হয়। কাগাপাশা জনতা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান ও আলোচনা সভায় উক্ত বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মনসুর আহমদ চৌধুরী সভাপতিত্বে ও ইউনাইটেড আইডিয়াল সোসাইটির প্রতিষ্ঠাতা ও সভাপতি মুজাহিদ আলম চৌধুরীর পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন “মাই ভিলেজ” প্রোজেক্টের সি.ই.ও শাহ লালন আমিন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন “মাই ভিলেজ” প্রজেক্টের কো-অর্ডিনেটর মিস্ নওশিন, মিঃ মনজু, সাব্বের আহমেদ, নবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির প্রচার সম্পাদক মোঃ তাজুল ইসলাম, জনতা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলী আহমদ লস্কর, ম্যানেজিং কমিটির সদস্য মোঃ মাজু মিয়া, তোফায়েল আহমদ চৌধুরী, মোঃ ইমরুল চৌধুরী, মোশাহিদ চৌধুরী, সৈয়দ জহিরুল ইসলাম, আবুল কাশেম, আল-আমিন, ইব্রাহিম আহমেদ সোহান, সাইফ হাসান চৌধুরী, তানভীর চৌধুরী, সৈয়দ মুস্তকিম, মোশারফ খান প্রমুখ। সভায় বক্তারা বলেন, “মাই ভিলেজ” প্রোজেক্টের উদ্যোগে আজকে এলাকার দরিদ্র মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করে আয়োজকরা আবারও প্রমান করলেন, বাংলাদেশীরা দেশের বাইরে অবস্থান করলেও নিজ দেশের মানুষের কথা কখনও ভুলেন না। তাদের অন্তরে সব সময় নিজের দেশের মানুষের জন্য মমতা বিরাজ করে, তাদের জন্য কল্যাণের প্রচেষ্টা থাকে।


     এই বিভাগের আরো খবর