,

নবীগঞ্জের তাহিরপুর নয়মৌজা ইত্তেফাকিয়া আলিম মাদ্রাসার অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ বুধবার সকাল ১১টায় অত্র মাদরাসার হল রুমে উক্ত অনুষ্ঠানের আয়োজন করেন মাদরাসার গভর্ণিং বডি। অনুষ্ঠানে নবীগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকের পক্ষ থেকে মাদরাসার উন্নয়নের জন্য ৫০ হাজার টাকার একটি চেক মাদরাসা কতৃপক্ষের হাতে হস্তান্তর করা হয়। অত্র মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি মোঃ আব্দুল বাছিত চৌধুরীর সভাপতিত্বে ও শিক্ষক হোসাইন আহমদ মৌজুুদি এবং প্রভাষক মোঃ আলী আকবর এর যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকের সাবেক চেয়ারপার্সন ব্যারিস্টার আতাউর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকের সাবেক চেয়ারপার্সন মোঃ চুনু মিয়া ও বর্তমান চেয়ারপার্সন মোঃ আব্দুল কাইয়ুম, শিক্ষানুরাগী সদস্য মোজাহিদ আহমদ, যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ ফখরুদ্দিন চৌধুরী, মোঃ শাহ্ হাবিবুর রহমান বেলায়েত, আতাউর রহমান চৌধুরী সোহেল, কমিউনিটি লিডার মোঃ ছুরুক মিয়া প্রমূখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাদরাসার সাবেক সভাপতি হাজী মিরাশ উদ্দিন, ডাঃ আব্দুল ওয়াদুদ, ক্বারী আলহাজ্ব মোঃ ময়না মিয়া, আলহাজ্ব মোঃ ইকবাল আহমদ, দিলাওর হোসেন চৌধুরী, শিক্ষক আনছারুল ইসলাম, মোঃ আব্দুল কাদির, আলতাফ উদ্দিন, মাসুদ আহমদ, আবুল হোসেন, আব্দুল আজাদ, মোঃ জাকির হোসেন, মোঃ আপ্তাব আলী, জিল্লুর রহমান, সহ কয়েক শতাধীক অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অভিভাবক সমাবেশে বক্তারা বলেন, একটি শিশুকে শিক্ষা দিয়ে এগিয়ে নিতে হলে বাবার ছেয়ে মায়ের অবধানটাই অনেক বেশী। একজন মা’ই পারে সে তার ছেলে মেয়েদেরকে একজন ভাল মানুষ হিসাবে গড়ে তুলতে। তাই বিশেষ করে মায়েরাই যেন তাদের ছেলে মেয়েদের প্রতি দায়িত্ব নেওয়ার আহ্বান জানান বক্তারা। প্রধান অতিথি ব্যারিষ্টার আতাউর রহমান তিনি তাঁর বক্তব্যে অত্র মাদরাসার আইসিটি বিভাগের একজন শিক্ষক নিয়োগ এর জন্য প্রয়োজনীয় অর্থ দিয়ে সার্বিক সহযোগীতা করার প্রত্যয় ব্যক্ত করেন এবং মাদরাসার লেখা পড়ার মান সন্তুষ জনক হওয়ায় তিনি শিক্ষক ও অভিভাবকগনের প্রতি কৃজ্ঞতা প্রকাশ করেন। সভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ আফজল হোসেন তালুকদার, অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন মাওলানা, মোঃ আবু তাহের। পরে দেশ ও বিশ্ব মুসলিম শান্তি কামনা করে এক মোনাজাত করা হয়।


     এই বিভাগের আরো খবর