,

হবিগঞ্জে শিক্ষা উপকরণ মেলার উদ্বোধন করলেন জেলা প্রশাসক সাবিনা আলম

স্টাফ রিপোর্টার ॥ ‘শিক্ষার আলো জ্বালাবো, ডিজিটাল বাংলাদেশ গড়বো’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে হবিগঞ্জে শুরু হয়েছে দুই দিন ব্যাপি শিক্ষা উপকরণ মেলা ২০১৭। গতকাল বুধবার দুপুরে হবিগঞ্জ প্রাইমারী টিচার ট্রেনিং কেন্দ্রে এই মেলার আয়োজন করে জেলা প্রাথমিক শিক্ষা বিভাগ। প্রধান অতিথি হিসাবে মেলার উদ্বোধন করেন, জেলা প্রশাসক সাবিনা আলম। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুর ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পিটিআইর সুপার নজরুল ইসলাম, প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক এড. শাহ ফখরুজ্জামান, জনকণ্ঠের জেলা প্রতিনিধি রফিকুল হাসান চৌধুরী তুহিন, এডিপিও সাহাব উদ্দিন ও আবু জাফর মোহাম্মদ সালেহ। উপকরণ মেলার ৮টি উপজেলার ৮টি স্টলে আকর্ষনীয় উপকরণ প্রদর্শন করা হয়। অধিকাংশ উপকরণ তৈরি করেন শিক্ষার্থীরা। বিশেষ করে অব্যবহৃত জিনিসপত্রকে কাজে লাগিয়ে তৈরি উপকরণগুলো সবাইকে আকর্ষণ করে। বৃহস্পতিবার বিকেলে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে সেরা স্টলকে পুরস্কৃত করবেন স্থানীয় সংসদ সদস্য এড. মোঃ আবু জাহির।


     এই বিভাগের আরো খবর