,

পৌর জাপার সেক্রেটারীর পদ থেকে পদত্যাগ করলেও মুরাদ আহমদ জাতীয় পার্টিতেই আছেন-নবীগঞ্জ উপজেলা জাতীয় পার্টি

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদকের পদ থেকে মুরাদ আহমদের পদত্যাগ প্রসঙ্গে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে নবীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আহবায়ক ডা: শাহ আবুল খায়ের ও সদস্য সচিব মাহমুদ চৌধুরী এক যুক্ত বিবৃতি প্রদান করেছেন। বিবৃতিতে তারা বলেন, পৌর জাতীয় পার্টির সাধারণ (৩য় পৃষ্ঠায় দেখুন) সম্পাদকের পদ থেকে মুরাদ আহমদ পদত্যাগ করলেও তিনি জাতীয় পার্টি থেকে পদত্যাগ করেননি। তিনি পল্লীবন্ধু এরশাদের আদর্শে জাতীয় পার্টিতেই আছেন এবং সাবেক সফল রাষ্ট্রনায়ক, জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের মুক্তি আন্দোলন থেকে শুরু করে অতীতে সাংগঠনের সকল কার্যক্রমে তিনি যেভাবে সোচ্চার ভূমিকা রেখেছেন আগামীতেও জাতীয় পার্টিকে এগিয়ে নিতে তিনি জোরালো ভূমিকা রাখবেন বলে আমাদের দৃঢ় বিশ্বাস। আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই নবীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রমে একজন ভালো সংগঠক হিসেবে মুরাদ আহমদের যে অবদান রয়েছে তা নেতা-কর্মীদেরকে উজ্জীবিত করবে। নবীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিটির অন্যতম সদস্য, হবিগঞ্জ জেলা জাতীয় যুবসংহতির সহ-সভাপতি ও উপজেলা জাতীয় যুব সংহতির সাবেক সভাপতি এবং জাতীয় ছাত্রসমাজের প্রতিষ্ঠাতা সভাপতি রাজপথের পরীক্ষিত সৈনিক মুরাদ আহমদকে সাথে নিয়েই আমরা নবীগঞ্জ উপজেলার তৃনমূল পর্যায়ে জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রমকে আরো বেগবান করতে চাই। তাই নবীগঞ্জ পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদকের পদ থেকে মুরাদ আহমদের পদত্যাগ নিয়ে কোন মহল যাতে ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে এবং কোন ধরণের ভুল বোঝাবুঝির সৃষ্টি করতে না পারে সেদিকে সতর্ক দৃষ্টি রাখার জন্য আমরা জাতীয় পার্টি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতা কর্মীর প্রতি আহবান জানাচ্ছি।


     এই বিভাগের আরো খবর