,

লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি খোয়াই নদীর পাড়ে ভয়াবহ অগ্নিকান্ড \ ৪টি দোকান পুড়ে ছাই

হবিগঞ্জ প্রতিনিধি \ হবিগঞ্জ-বানিয়াচং রোডের বাস-স্ট্যান্ড এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে ট্রাক-পিকআপ সমিতির ঘরসহ ৪টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে হবিগঞ্জ ফায়ার সার্ভিস এর কর্মকর্তারা জানান। প্রত্যক্ষদর্শী ও দমকল বাহিনী সূত্রে জানা যায়, গতকাল রাত ১০টার দিকে ওই এলাকার চা-স্টল ব্যবসায়ী সোহাগ মিয়ার দোকানে চুলার আগুন থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা আশপাশের অন্যন্য ঘরে ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রনে আনার পূর্বে সাজু মিয়ার ওয়ার্কশপ, স্ট্যান্ডের শ্রমিকদের সমিতির কার্যালয়সহ ৪টি টিনের ঘর ও মালামাল পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে হবিগঞ্জ দমকল বাহিনীর দুইটি ইউনিট ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে হবিগঞ্জ ফায়ার সার্ভিস কর্মকর্তা আফছর উদ্দিন জানান, তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে পাশে খোয়াই নদী থাকায় আগুন নেভানো সহজ হয়েছে। অগ্নিকান্ডে প্রায় লক্ষধিক টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।


     এই বিভাগের আরো খবর