,

নবীগঞ্জে মেধাবীদের নিয়ে বহুমাত্রিক জ্ঞানের প্রতিযোগিতা

শাহরিয়ার আহমেদ শাওন ॥ গত বছরের ন্যায় এবারও নবীগঞ্জ উপজেলায় মেধাবী শিক্ষর্থীদের নিয়ে ২য় বারের মতো অনুষ্ঠিত হলো বহুমাত্রিক জ্ঞানের প্রতিযোগিতা। উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের ১৬টি প্রতিষ্ঠান উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। সকাল ১০টায় অনুষ্ঠিত হয়ে ৪টি বিভাগে বিভক্ত হয়ে উক্ত পরীক্ষা ২টায় শেষ হয়। হাতের লেখা, মুক্তিযুদ্ধ ও তথ্য প্রযুক্তি বিষয়কে উপজীব্য করে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় ১৬টি প্রতিষ্ঠানের পাঁচ শতাধিক পরীক্ষাথী অংশগ্রহন করে। ব্যতিক্রমধর্মী এ মেধাবৃত্তি পরীক্ষায় সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকেরা সন্তুষ্টি প্রকাশ করেন। সার্কেল শিক্ষা সেবা ও প্রশিক্ষণ কেন্দ্রের সার্বিক তত্ত্বাবধানে ও ইয়ুথ সার্কেলের সহযোগিতায় উক্ত পরীক্ষায় কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন নবীগঞ্জ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আমজদ মিলন, পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ সাইফুর রহমান খান, পরীক্ষা সমন্বয়ক দিনারপুর কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) তনুজ রায় এবং উক্ত প্রতিযোগিতায় বিভিন্নভাবে সহযোগি হিসেবে কাজ করে ইয়ুথ সার্কেলের সদস্যরা। মেধাবীদের নিয়ে বেসরকারি ভাবে ব্যতক্রমি অনুষ্ঠান আয়োজন করায় সংশ্লিষ্টদের কাছে কৃতজ্ঞতা জানিয়েন শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।


     এই বিভাগের আরো খবর