,

হবিগঞ্জের বিয়াম ল্যাবরেটরি স্কুলের টাকা আদায় হবে শিওর ক্যাশে

হবিগঞ্জ প্রতিনিধি ॥ বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য ও প্রতিপাদ্য “ডিজিটাল বাংলাদেশ” গড়ার লক্ষে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে শিক্ষার্থীদের বেতনাদি আদায় করবে হবিগঞ্জ জেলার স্বনামধন্য ইংলিশ মিডিয়াম স্কুল “বিয়াম ল্যাবরেটরি স্কুল”। এ ব্যাপারে শনিবার দুপুরে হবিগঞ্জের জেলা প্রশাসক সাবিনা আলমের উপস্থিতিতে, তাঁর কার্যালয়ে মোবাইল ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠান শিওরক্যাশ, রাষ্ট্রায়ত্ত ব্যাংকিং প্রতিষ্ঠান রূপালী ব্যাংক এবং বিয়াম ল্যাবরেটরি স্কুলের মধ্যকার একটি ত্রিপক্ষীও চুক্তি স্বাক্ষরিত হয়। আড়ম্বরপূর্ণ এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিয়াম ল্যাবরেটরি স্কুলের পক্ষে স্কুলটির প্রিন্সিপাল সৈয়দা রওশন সুলতানা এবং সহকারী শিক্ষক সত্যজিৎ দাস পার্থ চুক্তিপত্রে স্বাক্ষর করেন। রূপালী ব্যাংকের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন হবিগঞ্জ জেলা শাখার ব্যবস্থাপক জিয়া উদ্দিন, শিওরক্যাশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন এরিয়া সেলস ম্যানেজার তপন মিত্র এবং ডিরেক্ট সেলস এক্সিকিউটিভ সাদ আব্দুল্লাহ সিজান। উৎসবমুখর এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সফিউল আলম, এডিএম ফারুক আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক এমরান হোসেন প্রমুখ। উল্লেখ্য, ২০১৫ সাল থেকে বৃন্দাবন সরকারি কলেজ এবং হবিগঞ্জ সরকারি মহিলা কলেজ কর্তৃপক্ষ সকল শিক্ষার্থীদের ভর্তি ফি ও পরীক্ষার ফি সহ সকল বকেয়া পাওনা আদায় করছে শিওরক্যাশের মাধ্যমে।


     এই বিভাগের আরো খবর