,

নবীগঞ্জে প্রাথমিক শিক্ষা সপ্তাহের আলোচনা সভায় এমপি মুনিম বাবু- শিক্ষার হার শতভাগ নিশ্চিত করতে সরকার বদ্ধ পরিকর

স্টাফ রিপোর্টার ॥ সংসদ সদস্য এম.এ মুনিম চৌধুরী বাবু বলেছেন, দেশকে সুখী ও সমৃদ্ধশালী এবং শতভাগ শিক্ষার হার নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। শিক্ষকরা মানুষ গড়ার কারিগর, তাই শিক্ষা ও শিক্ষকদের কথা মাথায় রেখে সরকার শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যাচ্ছে। তিনি আরো বলেন, নবীগঞ্জের যে সকল প্রাথমিক বিদ্যালয়ে বিদ্যুৎ নেই সেগুলোকে খুব দ্রুত বিদ্যুতের আওতায় আনা হবে। গত শনিবার দুপুরে নবীগঞ্জ উপজেলা মিলনায়তনে প্রাথমিক শিক্ষা সপ্তাহের সমাপনী দিনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন তিনি। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিতেন্দ্র কুমার নাথ এর সভাপতিত্বে ও উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা জামসেদুর রহমান ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রুবেল মিয়ার যৌথ পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. আলমগীর চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ ইমদাদুর রহমান মুকুল, সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শামীম আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ গোলাম রব্বানী, সাবেক সভাপতি দিপ্তেন্দু নারায়ন রায় প্রমুখ।


     এই বিভাগের আরো খবর