,

সাংবাদিক শিমুল হত্যাসহ দেশব্যাপী সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে হবিগঞ্জ প্রেসক্লাবের মানববন্ধন

মোঃ সেলিম তালুকদার ॥ সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যাসহ সারাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে হবিগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদের পরিচালনায় ও প্রেসক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আলহাজ্ব শামীম আহছান, সাবেক সভাপতি ফজলুর রহমান, সহ-সভাপতি আব্দুল বারী লস্কর, সাবেক সহ-সভাপতি সৈয়দ আশরাফ উদ্দিন মামুন, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট নির্মল ভট্রাচার্য্য রিংকু, এডভোকেট শাহ ফখরুজ্জামান, বিশিষ্ট রাজনীতিবিদ এনামুল হক সেলিম, ক্রীড়া ব্যক্তিত্ব শফিকুল বারী আওয়াল, প্রকৌশলী এম এ মুনিম চৌধুরী বুলবুল, হবিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক আবু সালেহ নুরুজ্জামান চৌধুরী শওকত, প্রথম আলোর জেলা প্রতিনিধি হাফিজুর রহমান নিয়ন, দৈনিক আয়নার সম্পাদক রাশেদ আহমেদ খান, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি সায়েদুজ্জামান জাহির, সাধারণ সম্পাদক শাকিল চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ফিল্যান্স সাংবাদিক মোহাম্মদ আলী মমিন, টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক এম এ হালিম, ও শ্রীকান্ত গোপ। মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিজয়ের প্রতিধ্বনির সম্পাদক আসাদুজ্জামান চৌধুরী রতন, এম এ মন্নান, সাংবাদিক ফোরামের সহ-সভাপতি অপু চৌধুরী, জিটিভি প্রতিনিধি মোহাম্মদ নুর উদ্দিন, মোহনা টিভির প্রতিনিধি মোঃ ছানু মিয়া, করাঙ্গী নিউজের সম্পাদক সিদ্দিকুর রহমান মাসুম, এস এ টিভির প্রতিনিধি আব্দুর রউফ সেলিম, ডিবিসি টিভির প্রতিনিধি আব্দুল্লাহ-আল মামুন, বিজয় টিভির প্রতিনিধি মাসুক মিয়া, চ্যানেল নাইন প্রতিনিধি সুকান্ত গোপ, সিরাজুল ইসলাম জীবন, দৈনিক আলোকিত বাংলাদেশ প্রতিনিধি কাওছার চৌধুরী মামুন, আজহারুল ইসলাম চৌধুরী মুরাদ, সাংবাদিক মিজানুর রহমান, প্রবাসী তানজির হোসেন, সাংবাদিক জাহেদ আলী মামুন, শাহ আলম, আব্দুল হাইসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ। মানববন্ধনে বক্তারা খুনীদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করে সারাদেশের সাংবাদিকদের উপর নির্যাতনের তীব্র নিন্দা জ্ঞাপন করেন।


     এই বিভাগের আরো খবর