,

বানিয়াচঙ্গে বিয়ে পাগল স্বামীকে আদালতে প্রেরণ

জুয়েল চৌধুরী ॥ বানিয়াচংয়ে ৩য় স্ত্রীর নারী নির্যাতন ও যৌতুক মামলায় আলা উদ্দিন মাষ্টার নামের বিয়ে পাগল স্বামীকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে হবিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আতাবুল্লাহ এ আদেশ প্রদান করেন। বাদি পক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট সুলতান আহমেদ। আদালত ও মামলা সূত্রে জানা যায়, ১০ বছর আগে ইসলামি শরীয়ত মোতাবেক বানিয়াচং উপজেলা সদরের সাগর দিঘি পশ্চিম পাড়ের মৃত জসিম উদ্দিনের পুত্র আলা উদ্দিন মাষ্টার (৫০) এর সাথে ঠাকুরাইন গ্রামের মুখলিসা আক্তার (৩৫) এর বিয়ে হয়। বিয়ের পর কিছুদিন সুখে কাটে। বিয়ের পর মুখলিসা জানতে পারেন আলা উদ্দিন এর আগে ২টি বিয়ে করেছেন। মুখলিসা তার ৩য় স্ত্রী। এরপর থেকেই তার উপর নির্যাতন চলে। ২০১৫ সালের ৮ ফেব্রুয়ারি সকালে আলা উদ্দিন মাষ্টার তার প্রথম স্ত্রীর পুত্র জামাল মিয়া (২০), মুখলিসা আক্তারকে যৌতুকের জন্য মারধোর করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। এরপর তিনি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন এবং আদালতে মামলা করেন। এ মামলায় গতকাল ওই সময় আলা উদ্দিন মাষ্টার আদালতে হাজির হয়ে জামিন চান। আদালত তার জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।


     এই বিভাগের আরো খবর