,

সুতাং রেলস্টেশনটি চালুর দাবি

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ সদর উপজেলার সুতাং রেলস্টেশনটি দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় পড়ে রয়েছে। প্রায় দেড় যুগেরও বেশি সময় ধরে বন্ধ হয়ে আছে স্টেশনের সব ধরনের কার্যক্রম। এক সময় এ স্টেশন ছিল লোকবলে লোকারণ্য, ট্রেনে করে যাত্রীদের যাতায়াত সহ সব ধরনের মালপত্র উঠা নামা করত। এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ রেলওয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বললে জানা যায়, আখাউড়া সিলেট রেল সেকশনের ১৬৫ কিলোমিটার রেলপথের ৩৬টি রেলস্টেশনের মধ্যে ১৫টি রেল স্টেশন লোকবল সংকট আর অব্যাহত লোকসানের কারণে বন্ধ হয়ে গেছে। সরজমিনে গিয়ে দেখা যায়, সুতাং রেলস্টেশনের ভবন দুটি সুরাবই গ্রামের রফিক উল্লাহ ও আরফান উল্লাহ কলোনী হিসেবে ব্যবহার করেন। রফিক মিয়া জানান, এ স্টেশনে রেলক্রসিং করার কোন ব্যবস্থা নেই এবং বর্তমানে শায়েস্তাগঞ্জ থেকে আখাউড়াগামী একমাত্র মালবাহী বাল্লা ট্রেনটিই এ স্টেশনে থামে, আর কোন ট্রেন থামে না। জনবহুল সুতাং অঞ্চলের মানুষকে ট্রেনের টিকেট এর জন্য শায়েস্তাগঞ্জ যেতে হয়। এ এলাকার মানুষ স্টেশনটি পুন: সংস্কার করে অবিলম্বে চালু করার জন্য কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন।


     এই বিভাগের আরো খবর