,

আজ ২০১৪ সালের শেষ উৎসব ‘বড়দিন’

স্টাফ রিপোর্টার ॥ আবারো বছর ঘুরে এলো খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান উৎসব ‘বড়দিন’। আজ ২৫শে ডিসেম্বর বড়দিনের এই দিনে যীশু ধরণীতে জন্ম নিয়েছিলেন মানুষ রূপে, সাথে করে নিয়ে এসেছিলেন শান্তির বার্তা। এই বিশ্বাসের সাথে প্রতিবছরই মতো এবারও যীশু ভক্তরা জাকজমকের সাথে দিনটি উদযাপন করবে। খ্রিস্ট ধর্মাবলম্বীদের জন্য সবচেয়ে বড় উৎসব এটি। সারাবিশ্বের ন্যায় বাংলাদেশেও জাঁকজমকপূর্ণভাবে পালন করা হবে বড়দিনের উৎসব। এ দিনটিকে সবচেয়ে জাঁকজমকপূর্ণ ও সুন্দর করে সাজিয়ে তোলবে খ্রিস্ট ধর্মাবলম্বীরা। তাই বর্ণিল সাজে সাজানো হয়েছে গির্জাগুলো। বুধবার যীশুর জন্মোৎসব পালন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায় শেষ করেছে তাদের মাসব্যাপী প্রস্তুতি। ডিসেম্বরের শুরুতেই খ্রিস্টান পরিবারগুলোতে শুরু হয়ে যায় বড়দিনের আমেজ। বড়দিনের অন্যতম প্রধান আকষর্ণ ক্রিসমাস ট্রি, যীশুর জন্মস্থানের আদলে গোশাল সাজানো, আলোকসজ্জার পাশাপাশি মজাদার কেক আর পিঠা তৈরি, প্রিয়জনদের উপহার দেওয়া। বড়দিনের আয়োজনে পিেিছ নেই হবিগঞ্জের খ্রিস্টানধর্মালম্বীরাও। হবিগঞ্জ খ্রিস্টান মিশনেও বিভিন্ন অনুষ্টানের আয়োজন করা হয়েছে। এ উৎসবে শিশুদের জন্য আছে সাংস্কৃতিক অনুষ্ঠান, আইসক্রিম ও জুস খাওয়ার ব্যবস্থা। সঙ্গে থাকবে বিভিন্ন ধরনের খেলার আয়োজন। এ ছাড়া বড়দিনে থাকছে বিশেষ খাবারের আয়োজন। এরই মধ্যে রঙিন বাতি ও ক্রিসমাস গাছ দিয়ে সাজানো হয়েছে নানা আলোকসজ্জা। ২০১৪ সালের শেষ উৎসব ‘বড়দিন’ বয়ে আনবে শান্তির বার্তা, আর সব ধর্মের মানুষের অংশগ্রহনে উৎসবটি হয়ে উঠবে সার্বজনীন এমনই যীশুভক্তদের প্রত্যাশা।


     এই বিভাগের আরো খবর