,

হবিগঞ্জে জুয়ার আসর বসানো নিয়ে দুই দল লোকের সংঘর্ষে আহত ৫

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ সদর উপজেলার কাকিয়ারআব্দা গ্রামে মাদকসেবন জুয়ার আসর বসানো নিয়ে দুই দল লোকের সংঘর্ষে পঙ্গু ব্যক্তিসহ ৫ জন আহত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে এ সংঘর্ষ হয়। আহত সূত্রে জানা যায়, ওই এলাকার ওয়াব্দার বাধে দীর্ঘদিন ধরে মদ, গাঁজাসহ মাদক বিক্রি ও জুয়ার আসর বসাচ্ছে একটি চক্র। এলাকাবাসীর পক্ষ থেকে একাধিকবার বাঁধা দিলেও বন্ধ করা যায়নি এসব অসামাজিক কার্যকলাপ। স্থানীয়দের অভিযোগ প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাদকসেবনসহ ওই এলাকায় জুয়ার আসর বসে। এতে ওই এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। বাড়ছে চুরি ও ছিনতাইর ঘটনা। গতকাল ওই এলাকার মৃত মুনছব আলীর পুত্র পঙ্গু হারুন মিয়ার বসতঘরের সামনে শায়েস্তানগর এলাকার কতিপয় যুবক গাঁজা সেবন করে। এ সময় পাশের ঘরের সামনে রহিম উল্লার পুত্র জজ মিয়া বাঁধা প্রদান করে। এতে হারুন মিয়ার সাথে জজ মিয়ার বাকবিতন্ডা হয়। এ ঘটনায় এলাকাবাসী শায়েস্তানগরের এক যুবককে আটক করে গণধোলাই দেয়ার চেষ্টা করলে উভয়পক্ষে সংঘর্ষ বাঁধে। এতে জজ মিয়া (২২), হারুন মিয়া (৪০) সহ ৫ জন আহত হয়। তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


     এই বিভাগের আরো খবর