,

তরুন প্রজন্মের বাঁধভাঙ্গা জোয়ারহবিগঞ্জে দৃষ্টিনন্দন লার্নিং এন্ড আর্নিং মেলা শুরু

হবিগঞ্জ প্রতিনিধি \ ‘শেখ হাসিনার নেতৃত্বে আমরা হবো জয়ী, আমরা দুর্বার ডিজিটাল বাংলাদেশ বির্নিমানে আইসিটি হবে হাতিয়ার’ এমন শ্লোগান নিয়ে গত বৃহস্পতিবার সকাল থেকে হবিগঞ্জে প্রথমবারের মতো শুরু হয়েছে দৃষ্টিনন্দন ‘লানিং এন্ড আর্নিং মেলা-২০১৭’। ডিজিটাল বাংলাদেশ গড়তে তরুন প্রজন্মকে সম্পৃক্ত করা ও তাদেরকে মাদক বা জঙ্গীবাদের মতো ভয়াবহ অপরাধমূলক কর্মকান্ড থেকে সরিয়ে উপার্জনের পথে অগ্রসর করার ভাবনা নিয়ে জেলা কালেক্টরেট প্রাঙ্গনের নিমতলায় আয়োজিত অত্যন্ত এই জাকজমকপূর্ণ মেলা উপলক্ষে এক বিশাল সুধী সমাবেশের আয়োজন করা হয়। জেলা প্রশাসনের আইসিটি বিভাগ এবং তরুন উদিয়মান নাট্যকর্মী ও ফ্রি ল্যান্সার এসোসিয়েশন অব বাংলাদেশ হবিগঞ্জ শাখার সভাপতি আইসিটি বিশেষজ্ঞ সাইফুদ্দিন জাবেদের সার্বিক তত্বাবধানে অনুষ্ঠিত এই মেলার সমাবেশে সভাপতিত্ব করেন, স্থানীয় সরকারের ডিডি এলজি উপ-সচিব মোঃ সফিউল আলম। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সাবিনা আলম। বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কদ্দুছ আলী সরকার ও ঢাকা রেডিশন আইটি ডিজিটাল টেকনোলজি সেন্টারের চেয়ারম্যান ফারুক আহমেদ। সমাবেশে ওই বিষয়ে অংশ নেয়া প্রশিক্ষনার্থী দু’জন সহ অনুষ্ঠানের প্রধান ও অন্যান্য অতিথিরা ৭১’ সালে মহান স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে অর্জিত এই বাংলাদেশকে ডিজিটাল প্রযুক্তি নির্ভর একটি রাষ্ট্র গড়ে তুলতে শেখ হাসিনা সরকার কর্তৃক তরুন প্রজন্মের জন্য ওই রকম কর্মসূচী গ্রহন করায় ভূয়শী প্রশংসা করেন। এসময় আউট সোর্সিংয়ের ওপর ব্যাপক আর্থিক সফলতা অর্জন করায় অসীম কুমার বৈষ¦ব, পার্থ দেবনাথ ও শহীদুল ইসলাম নামে ৩ যুবককে পুরস্কার হিসেবে ল্যাপটপ প্রদান করা হয়। অনুষ্ঠানে ওই বিষয়ের ওপর অংশ নেয়া ৬টি ব্যাচের ১৫০ জন সহ তরুন প্রজন্মের অন্তত সহস্রাধিক ছেলে-মেয়ে এবং ডিজিটাল প্রযুক্তিমনা শত শত নর-নারী উপস্থিত ছিলেন।


     এই বিভাগের আরো খবর