,

আগামী ২ ও ৩ জানুয়ারী দুইদিনব্যাপী মুড়ারবন্দে শাহ সুফি সৈয়দ সাঈদ আহম্মদ চিশতী (রঃ) এর পবিত্র ওরশ

প্রেস বিজ্ঞপ্তি ॥ চুনারুঘাট উপজেলার ঐতিহ্যবাহী মুড়ারবন্দ দরবার শরীফে আগামী ২ ও ৩ জানুয়ারী ২০১৫ ইং (শুক্রবার ও শনিবার) দুই দিনব্যাপী অনুষ্ঠিত হচ্ছে পীরে মুকাম্মেল মুর্শেদ কামেল আলা হযরত শাহ সুফী সৈয়দ সাইদ আহম্মদ চিশতী (রঃ) এর ২২ তম ওফাৎ দিবস স্বরণে পবিত্র ওরশ মোবারক। বিপুল উৎসাহ, উদ্দিপনা, সাজসজ্জার মধ্য দিয়ে উক্ত উপজেলার মুড়ারবন্দে হযরত সৈয়দ শাহ নাসির উদ্দিন সিপাহসালার (মাদনী) (রহঃ) পূর্ব-পশ্চিমে রওজা, হযরত সৈয়দ শাহ ইসরাইল শাহ বন্দেগী (রঃ), হযরত সৈয়দ শাহ ইলিয়াছ ওরফে কুতুবুল আউলিয়া (রঃ), বন্দেগী শাহ হযরত সৈয়দ দাউদ (রঃ), বন্দেগী শাহ সৈয়দ মহিব উল্লা (রঃ) এর শরীফ প্রাঙ্গঁনে ওরস উপলক্ষে কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এতে দরবার শরীফের মোতাওয়াল্লী ব্যবস্থাপনায় মাজার শরীফে প্রথমদিন সারারাত কোরআন খতম, বাদ ফজর মোনাজাত এবং ৩রা জানুয়ারী বাদ আছর খতমে খাজাগান, বাদ মাগরেব মাজারে গিলাফ চড়ানোর মধ্যদিয়ে শুরু হবে পবিত্র ওরশ মোবারক। বাদ এশার মিলাদ মাহফিল, জিকির আজকার, সামা মাহফিল ও তাবারক বিতরণের মাধ্যমে সমাপ্তি হবে। প্রতিবছর ন্যায় এবারো ২ ও ৩ জানুয়ারী দরবার শরীফ প্রাঙ্গনে ওরস উপলক্ষে মেলার আয়োজন করা হয়েছে। ঐতিহ্যাহী মুড়ারবন্দ দরবার শরীফ এলাকায় হাজার হাজার নারী-পুরুষের সমাগম ঘঁটে। পবিত্র ওরশ হওয়ায় পূর্বে থেকেই শুরু হয় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরা এ মেলায় স্টল তৈয়ারীর কাজে ব্যস্ত হয়ে পরে থাকে। এ ষ্টল আগামী ১৩, ১৪ ও ১৫ জানুয়ারী পর্যন্ত তিন দিন ব্যাপী পবিত্র বাৎসরিক ওরশ মোবারক অনুষ্ঠিত হয়ে থাকে। আগামী ২ ও ৩ জানুয়ারী পবিত্র ওরস সফল করার লক্ষে সকল আশেকান, মুরিদান ও ভক্তবৃন্দ হাজির হয়ে দ্বীন ও দুনিয়ার অশেষ ফায়েজ, রহমত ও বরকত হাছিল করার জন্য ঐতিহ্যবাহী মুারবন্দ দরবার শরীফের মোতাওয়াল্লী গদ্দীনিশিন শাহজাদা আলহাজ্ব সৈয়দ সফিক আহমেদ সফি চিশতী দাওয়াত জানিয়েছেন।


     এই বিভাগের আরো খবর