,

সিরামিক কোম্পানীতে মাটি বিক্রি নিয়ে দ্বন্ধ পুলিশের নোটিশ দেয়া সত্বেও বাহুবলে দু’পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলার মুগকান্দি গ্রামের আশপাশ এলাকা থেকে সাদা ও কালো মাটি বিভিন্ন সিরামিক কোম্পানীতে বিক্রি করে আসছে গ্রামের দুটি গ্র“প। সম্প্রতি ওই দু গ্র“পের মাঝে স্বার্থ সংশ্লিষ্টতার জের ধরে বিরোধ বাধার সম্ভাবনা তৈরী হয়। একদিকে মাটি কেটে জমির ফসল নষ্টের আশংকা অন্যদিকে এভাবে দেদারছে মাটি বিক্রি করে রাজস্বও হারাচ্ছে সরকার। সর্বোপরি উভয় গ্র“পের মাঝে বিদ্যমান বিরোধ আশংকার জের ধরেই বাহুবল মডেল থানার এএসআই আতাউর রহমান মুগকান্দি গ্রামের মাষ্টার শফিক মিয়া, মেম্বার মুশাহিদ, সোহেল মিয়া, মুমিন মিয়া, দানিছ মিয়া, রুহেল মিয়া, শহিদ মিয়াকে শান্তি শৃংখলা বজায় রাখতে নোটিশ প্রদান করেন। অন্যতায় আইনানুগ ব্যবস্থা নেয়ার কথা বলে পুলিশ। থানায় লিপিবদ্ধ হওয়া জিডির প্রেক্ষিতে গত শনিবার পাঠানো নোটিশে উভয় গ্র“পকেই মাটি কাটা ও বিক্রি করা থেকে বিরত থাকার আহবান জানানো হয়। কিন্তু পুলিশের আইনী নোটিশ দেয়া সত্বেও উভয় পক্ষই লাটিসোটা নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়ায় উপনীত হয়। গতকাল রবিবার সকাল সাড়ে ১০টারদিকে সংঘর্ষের রূপ নেয়ার প্রাক্কালে খবর পেয়ে বাহুবল মডেল থানার এসআই আতাউর রহমানের নেতৃত্বে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং উভয় পক্ষকেই মাটি কাটা ও বিক্রি বন্ধ রেখে থানায় হাজির হওয়ার আহবান জানান। এসময় পুলিশ উভয় পক্ষকেই সতর্ক করে বলেন কোন রূপ আইন শৃংখলার বিঘœ ঘটলে চরমভাবে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


     এই বিভাগের আরো খবর