,

হবিগঞ্জ থেকে অনিয়ম-দুর্নীতি-ঘুষ বন্ধের দৃঢ় অঙ্গীকার নিয়ে দুদক প্রতিরোধ কমিটির বৈঠক অনুষ্ঠিত

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ শহর সহ জেলার সরকারী-বেসরকারী এমনকি অন্যান্য নানা প্রতিষ্ঠানের অনিয়ম আর ঘুষ-দুর্নীতি প্রতিরোধের দৃঢ় প্রতিরোধের অঙ্গীকার নিয়ে সোমবার রাতে দুদক নিয়ন্ত্রিত জেলা দুর্নীতি প্রতিরোধ নবগঠিত কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। সাবেক এমপি ও বিশিষ্ট আইনজীবি এডভোকেট চৌধুরী আব্দুল হাই এর সভাপতিত্বে তার বাসভববনে এবং প্রাক্তন অধ্যক্ষ আব্দুজ জাহেরের সঞ্চালনায় অনুষ্ঠিত এই বৈঠকে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যথাক্রমে, জেলা দুদক কার্যালয়ের ডেপুটি ডাইরেক্টর মোঃ খন্দকার খলিলুর রহমান, বিশিষ্ট শিশু রোগ বিশেষজ্ঞ ডাঃ জমির আলী, আন্তজার্তিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত সংস্থা কর্তৃক গঠিত জেলা স্বাক্ষী ও ভিকটিম সুরক্ষা কমিটির মেম্বার বিশিষ্ট সাংবাদিক রফিকুল হাসান চৌধুরী তুহিন, বিশিষ্ট ব্যবসায়ী তোকাম্মেল হোসেন কামাল, এডভোকেট এ এফ এম খাইরুল ইসলাম, শেখ মোঃ জাহাঙ্গীর মিয়া, জেলা দুদক কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ এরশাদ মিয়া, ডাটা এন্ট্রি অপরারেটর মোঃ সায়েক আহমেদ। বৈঠকে হবিগঞ্জ শহর সহ জেলার দুর্নীতিগ্রস্থ নানা প্রতিষ্ঠান ও দুর্নীতিবাজদের চিহ্নিত করন এবং তা প্রতিরোধ ও দমন নিয়ে কৌশল নির্ধারন সহ গুরুত্বপূর্ণ পরিকল্পনা গ্রহন করা হয়।


     এই বিভাগের আরো খবর