,

হবিগঞ্জে আইনশৃঙ্খলা সভায় এমপি আবু জাহির – পুলিশ-জনগণের সম্মিলিত প্রচেষ্টায় নিরাপত্তা নিশ্চিত করতে হবে

হবিগঞ্জ প্রতিনিধি ॥ সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, পুলিশ জনপ্রতিনিধি এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টায় সদর উপজেলার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তিনি গতকাল সকালে হবিগঞ্জ সদর উপজেলা আইন শৃঙ্খলা সভায় এসব কথা বলেন। এমপি আবু জাহির সদর উপজেলার বিভিন্ন স্থানে কোন অঘটন, মদ-জুয়ার আসর বসতে না পারে সেদিকে পুলিশ প্রশাসনের কঠোর দৃষ্টি রাখার আহবান জানান। তিনি প্রতিটি ইউনিয়নে দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন করে নিয়মিত সভা আহবান করার অনুরোধ জানান। আইন শৃঙ্খলা কমিটির সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ আহমুদুল হক, সদর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আব্দুর রশিদ তালুকদার ইকবাল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম আজহারুল ইসলাম, বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম, ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, লুকড়া ইউনিয়ন পরিষদ ফরহাদ আহমেদ আব্বাস, তেঘরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আনু মিয়া, গোপায়া ইাউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আক্তার হোসেন, পইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ মইনুল হক আরিফ, রাজিউড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এনামূল হক শেখ কামাল, নিজামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তাজ উদ্দিন, লস্করপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহবুবুর রহমান হিরো, হবিগঞ্জ সদর মডেল থানার ওসি ইয়াসিনুল হক, শায়েস্তাগঞ্জ থানার ওসি নাজিম উদ্দিন প্রমুখ।


     এই বিভাগের আরো খবর