,

উপজেলা চেয়ারম্যানের প্রচেষ্ঠায় নবীগঞ্জ জে.কে হাইস্কুলের ৬তলা ভবন নির্মাণে অর্থমন্ত্রীর সুপারিশ

জসিম তালুকদার ॥ নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এডভোকেট আলমগীর চৌধুরীর প্রচেষ্টায় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এমপি নবীগঞ্জ জে.কে মডেল উচ্চ বিদ্যালয়ে ৬ তলা বিশিষ্ঠ একাডেমীক ভবন নির্মাণের জন্য শিক্ষা মন্ত্রনালয়ে এক বিশেষ সুপারিশ প্রেরণ করেছেন। শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপিকে দেওয়া সুপারিশের অনুলিপি নবীগঞ্জ জে.কে মডেল উচ্চ বিদ্যালয়ে পৌছিলে অত্র প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ছাত্র-ছাত্রী, অভিভাবকসহ নবীগঞ্জের সচেতন মহলের মধ্যে বিরাজ করছে আনন্দের উৎসব। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এমপি নবীগঞ্জ জে.কে মডেল উচ্চ বিদ্যালয়ে ৬ তলা বিশিষ্ঠ একাডেমীক ভবন নির্মাণের জন্য সুপারিশের বিষয়ে জানতে চাইলে অত্র প্রতিষ্টানের প্রধান শিক্ষক আব্দুস সালাম, অর্থমন্ত্রী মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, ৬ তলা ভবন নির্মাণের ব্যাপারে নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরীর অক্লান্ত প্রচেষ্টায় আমরা এতদুর এগিয়েছি। সূত্রে যানা যায়, গত ৫ ফেব্র“য়ারী অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এমপি শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপিকে লেখা সুপারিশ পত্রে উল্লেখ করেন, আমি নবীগঞ্জ যুগল কিশোর মডেল হাইস্কুলের শতবার্ষিকী উৎসবে অংশ গ্রহন করি। উক্ত বিদ্যালয়ে ৬ একর এর অধিক ভূমি রয়েছে। তাই অদূর ভবিষতে বিদ্যালয়টি কোন এক সময় বিশ্ববিদ্যালয়ে গড়ে উঠতে পারে। ২০১৬ইং সালে বিদ্যালয়টি সরকারী করণ প্রক্রিয়ার আওতাভূক্ত করা হয় বলে ঘোষনা দেওয়া হয়। এ বিষয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরীর প্রতিক্রিয়া জানতে চাইলে প্রথমেই তিনি অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এমপির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন অর্থমন্ত্রী মহোদয়ের ডিও নবীগঞ্জে শিক্ষার উন্নয়নে এক যুগান্তকারী মাইল ফলক হয়ে থাকেবে। নবীগঞ্জবাসী আজিবন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এমপি’র অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে বলে আশাবাদ ব্যাক্ত করেন।


     এই বিভাগের আরো খবর