,

নবীগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান প্লাষ্টিকের বস্তা ব্যবহারের দায়ে ৪টি চাউলের দোকান থেকে ৩৫ হাজার টাকা জরিমানা আদায়

মাজহারুল ইসলাম অপু ॥ নবীগঞ্জ শহরে ৪টি চালের দোখানে প্লাষ্টিক বস্তা ব্যবহার করার দায়ে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। জানাযায়, গতকাল বুধবার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজিনা সারোয়ার নবীগঞ্জ থানার এস.আই মোঃ চাঁন মিয়াসহ একদল পুলিশ নিয়ে নবীগঞ্জ বাজারে চালের দোকানে চটের বস্তার পরিবর্তে প্লাষ্টিক বস্তা ব্যবহার কারীদেরবিরুদ্ধে এক অভিযান পরিচালনা করেন। এসময় সেবা চালের দোকানের মালিক গৌরাঙ্গ দাশকে ১৫ হাজার টাকা, আলম টের্ডাসের মালিক মোঃ বদরুল আলমকে ১০ হাজার টাকা, জননী চাউলের আড়তের মালিক অরবিন্দু পালকে ৫ হাজার টাকা ও রায় টের্ডাসের মালিক দিনেশ রায়কে ৫ হাজার টাকাসহ মোট ৪টি প্রতিষ্ঠানকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট তাজিনা সারোয়ার।


     এই বিভাগের আরো খবর