,

নবীগঞ্জে ভূমি ক্রয় করে দীর্ঘ প্রায় ৩ যুগ পর বিপাকে এক নিরিহ লোক

সংবাদদাতা ॥ নবীগঞ্জের ৫ শতাংশ ভূমি ক্রয় করে প্রায় দীর্ঘ তিন যুগ পর বিপাকে পড়েছেন এ.বি. এম ইব্রাহিম নামের এক নিরিহ লোক। এমন কি আদালতে ভূমি রক্ষার্থে মামলা দায়ের করার পরও প্রতিপক্ষ লোকেরা আরো বেপরোয়া হয়ে উঠছে। কোর্টের আদেশের পরিপ্রেক্ষিতে শান্তি শৃংখলা বজায় রাখতে নবীগঞ্জ থানা পুলিশ ১৪৪ ধারা জারি করে ওই প্রভাবশালী ভূমি খেকোদের প্রতি নোটিশ প্রদান করছে। কোর্টের আদেশ ও অভিযোগে প্রকাশ, নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের কুর্শি গ্রামের এ.বি.এম ইব্রাহিম চৌধুরীর পিতা আব্দুর রহিম চৌধুরী র্দীঘ ৩০/৩৫ বছর পূর্বে বাড়ি রকম ১৫ শতক ভূমির মধ্যে ৫শত ভূমি কুর্শি ইউনিয়নের কুর্শি গ্রামের দিলবর খান এর পুত্র আব্দুর খানের কাছ থেকে ক্রয় করেন মৃত আখরম উল্লা। পরবর্তিতে মৌখিক আন-রেজিষ্ট্রারী ষ্ট্রাম্পের মাধ্যমে তার দখল সহ কুর্শি মৌজার সাবেক জেএল নং ১০২, হাল ১০৫, খতিয়ান ৫৬৩, এসএ দাগ ১৪৭৬, হাল দাগ ১৪২৯, এরিয়া ১৫শতক এর মধ্যে ৫শতক ঐ ভূমি বিক্রয় করেন একই গ্রামের আব্দুল গফুর চৌ ও আব্দুর রহিম চৌধুরী মাতা মৃত মোছাঃ ফরিদুন্নেছা খানমের কাছে। এতে তিনি ঐ ভূমিতে বিভিন্ন প্রকারের গাছ-পালা ও ঘর নির্মান করেন। কিন্তু ঐ ভূমির দিকে কু-দৃষ্টি পড়ে একই গ্রামের মৃত আব্দুল রউফ খাঁন এর পুত্র আব্দুল ওয়াহিদ খাঁন (৭০), তার পুত্র হেলাল খাঁন (৩০), মৃত ছমর উদ্দিন এর পুত্র সামছু মিয়া (৫৫)। এতে আব্দুর রহিম চৌধুরী গংরা পড়েছেন মহা বিপাকে। এ নিয়ে স্থানীয় মেম্বার, চেয়ারম্যান, গণ্যমান লোক এমন কি নবীগঞ্জ থানায় অভিযোগ দেওয়া হলে কাজের কাজ কিছু না হওয়াতে অবশেষে আদালতের ধারস্থ হন নিরীহ পরিবারের লোকেরা। ভূমির বিরোধ নিয়ে শান্তি ভঙ্গের আশংকায় বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে হবিগঞ্জ দরখাস্ত মামলা নং ১০৪৭/১৬ইং নবীঃ ফৌজদারী কার্যবিধি আইনের ১৪৪ ধারায় মামলা দায়ের করায় ক্ষিপ্ত হয়ে আব্দুল ওয়াহিদ খাঁন, তার পুত্র হেলাল খাঁন, সামছু মিয়া গংরা দিন দুপুরে প্রকাশ্যে আবরো অবৈধ ভাবে ঘর নির্মান করায় বিজ্ঞ আদালতে ওই বিষয়টি নিয়ে কোর্টের আইজীবির মাধ্যমে উপস্থাপন করায় বিজ্ঞ আদালত বিষয়টি অতিব গুরুত্ব সহকারে দেখা এবং ওই নালিশা ভূমি রক্ষনাবেক্ষনের জন্য নবীগঞ্জ থানা ওসিকে সরেজমিন তদন্ত করে ২০দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দেওয়া ও আসামী পক্ষকে আগামী ২মার্চ আদালতে স্বশরীরে হাজির হওয়ার আদেশ প্রদান করেন। এরই পরিপ্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার দুপুরে নবীগঞ্জ থানার এস আই বাসুদেব একদল পুলিশ নিয়ে সরেজমিনে এসে আসামী পক্ষকে শান্তি শৃংখলা বজায় রাখতে ও পরবর্তিতে ওই ভূমিতে কাজ না করতে এবং আগামী তারিখে হবিগঞ্জ বিজ্ঞ আদালতে স্বশরের হাজির হওয়ার নোটিশ প্রদান করেন।


     এই বিভাগের আরো খবর