,

বাহুবলে বিদ্যুৎ সংযোগ উদ্বোধনকালে এমপি কেয়া চৌধুরী কেউ বিদ্যুৎ থেকে বঞ্চিত হবে না প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে যাবে

বাহুবল প্রতিনিধি \ ১৬ লাখ ৫৬ হাজার টাকা ব্যয়ে বাহুবল উপজেলার লোহাখলা গ্রামে নির্মিত লাইনে ৭৫টি বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করেছেন এমপি কেয়া চৌধুরী। গতকাল শুক্রবার বিকেলে তৃণমূল লোকজনকে সাথে নিয়ে এ বিদ্যুৎ উদ্বোধন করেন এমপি কেয়া চৌধুরী। সমাজসেবক সৈয়দ খলিলুর রহমানের সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধার সন্তান কমান্ডের শামীমুর রহমানের পরিচালানায় উদ্বোধনী সভায় প্রধান অতিথি’র বক্তব্যে এমপি কেয়া চৌধুরী বলেন, ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিতে এসেছি। বিদ্যুৎ সংযোগ পাওয়া নিয়ে আর চিন্তা করতে হবে না। নেত্রী আমাকে বিদ্যুৎ বরাদ্দ দিচ্ছেন। কাউকে বঞ্চিত হতে হবে না। তিনি বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা চান তৃণমূলের উন্নয়ন। তাই উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করছি। এমপি কেয়া চৌধুরী বলেন, আপনাদের গ্রাম অন্ধকারে ছিলো। বিদ্যুৎ সংযোগ দিয়ে এ গ্রাম আলোকিত করেছি। এ গ্রামে প্রাথমিক স্কুল নেই। আমি বলছি, আপনারা জমির ব্যবস্থা করুন। আমি স্কুলের ব্যবস্থা করে দেব। আমি আপনাদের পাশে আছি। যদি আপনারা আমাকে সহযোগিতা করেন। নেত্রী আমাকে আইন, বিচার ও সংসদীয় স্থায়ী কমিটিতে সদস্য পদে নিয়োগ দিয়েছেন। দোয়া করবেন, আমি যেন এ দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক প্রধান শিক্ষক মোঃ আব্দুস সাত্তার, সাংবাদিক সৈয়দ আশরাফ উদ্দিন মামুন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বশির আহমেদ, যুবলীগের আহবায়ক অলিউর রহমান অলি, যুগ্ম আহবায়ক মুশাহিদ আলী, মহিলা মেম্বার সেলিনা আক্তারসহ স্থানীয় নেতৃবৃন্দ। সভায় গ্রামের শত শত লোকজন অংশগ্রহণ করেন।


     এই বিভাগের আরো খবর