,

দ্রুতই বাংলায় রায় লেখা শুরু হবে

সময় ডেস্ক ॥ প্রধান বিচারপতি এস কে সিনহা জানিয়েছেন, উচ্চ আদালতে সব রায় দ্রুতই বাংলায় লেখার কাজ শুরু করা হবে। এ জন্য ইংরেজি থেকে বাংলায় রূপান্তর করা যায় এমন যন্ত্র খুঁজছেন তাঁরা। মঙ্গলবার সকালে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর বিচারপতি এসকে সিনহা সাংবাদিকদের এসব কথা জানান। সরকারি দপ্তরগুলোতে বাংলা চালু হলেও এখনও আদালতে তা না করতে পারায় দুঃখ প্রকাশ করেন প্রধান বিচারপতি। তিনি বলেন, এখনও বাংলা চালু করতে না পারলেও আমি ব্যর্থ হয়ে যাইনি। এ বিষয়ে ব্যর্থ হওয়ার সুযোগও নেই। ইচ্ছা থাকা সত্ত্বেও উচ্চ আদালতে বাংলায় রায় লেখা সম্ভব হচ্ছে না। তবে কিছু কিছু বিচারপতি বাংলায় রায় দিচ্ছেন। এসময় তিনি বলেন, দায়িত্ব নেয়ার পর থেকেই আপিল বিভাগে বাংলায় রায় লেখার বিষয়টি চালু করার চেষ্টা করে যাচ্ছেন। উল্লেখ্য, ১৯৭৩ সালের বাংলাদেশ সুপ্রিম কোর্ট (হাই কোর্ট বিভাগ) রুলস-এ সুপ্রিম কোর্টের যে কোনো আবেদন ইংরেজিতে করার বিধান ছিল। সেই নিয়ম সংশোধন করে সেখানে ইংরেজি অথবা বাংলায় আবেদন করার কথা বলা হলেও এখনও অধিকাংশ আবেদনও নথির কাজ চলে ইংরেজিতে।


     এই বিভাগের আরো খবর