,

নবীগঞ্জে বৃদ্ধ মহিলার জায়গায় জোর পূর্বক ঘর নির্মানের অভিযোগ

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের ভূমিহীন বাজার সংলগ্ন বৃদ্ধ মহিলার জায়গাতে ক্ষমতার প্রভাব খাটিয়ে জোর পূর্বক ঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বৃদ্ধা ছাবেরা খাতুন (৭০) বাদী হয়ে হবিগঞ্জের অতিঃ জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন। মামলার বিবরণে জানা যায়, বাউসা ইউনিয়নের ভূমিহীন বাজার সংলগ্ন জায়গাতে গত বৃহস্পতিবার রাতে জোর পূর্বক ঘর নির্মাণ করেছে কতিপয় প্রভাবশালী অলিদ মিয়া (৪০), জামাল মিয়া (৩৮) ও রেদুয়ান মিয়া গংরা। উক্ত ভূমির উপর ১৪৪ ধারা জারি করার আবেদন করলে আদালত তা গৃহীত করেন। আদালত সহকারী কমিশনার ভূমি দাঃ নং ১৯৩/১৭ নবীগঞ্জকে তদন্তের নির্দেশ দেন। তদন্ত করার খবর পেয়ে যায় বিবাদীপক্ষের লোকেরা বৃহস্পতিবার রাতে বিরোধ পূর্ণ ভূমিতে টিনশেড ঘর নির্মাণ করে অলিদ মিয়া (৪০), জামাল মিয়া (৩৮), রেদুয়ান মিয়া গংরা। এদিকে বৃদ্ধা ছাবেরা খাতুন সকাল ১১ টায় নবীগঞ্জ থানায় গিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করলে এএসআই মোঃ মোনায়েম কে তদন্তের নির্দেশ দেন তদন্তকারী কর্মকর্তা একদল পুলিশ নিয়ে সরজমিনে গিয়ে জায়গা পরিদর্শন করে বিবাদীপক্ষদ্বয়কে নোটিশ প্রেরণ করেন। বৃদ্ধা ছাবেরা বেগম বলেন, বেশ কিছুদিন ধরে এই কুচক্রি মহল আমার খরিদকৃত জায়গা দখল করবে বলে এলাকায় চাউর হলে আমি গ্রামের মুরব্বী আবুল হোসেন, আব্দুল মালিক ও হাদী মিয়াকে বিষয়টি জানাই তারা এই বিষয় মিমাংশা করবেন বলে আমাকে আশ্বাস দিলে আমি আইনের আশ্রয় দেরীতে নেই। প্রতিপক্ষের লোকেরা শালিসগনের কাছে ৬ লক্ষ টাকা চাঁদা দাবী করেন। আমার সন্তানেরা বিদেশে থাকায় এই সুযোগে তারা ক্ষমতার জোরে ঘর নির্মান করায় হতাশ হয়ে ন্যায় বিচারের আশায় তিনি জনপ্রতিনিধি ও প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন।


     এই বিভাগের আরো খবর