,

সাতছড়ি উদ্যানে সরকারী কর্মকর্তাদের‘পুর্ণমিলনী ও সাস্টিয়ান পিকনিক

রফিকুল হাসান চৌধুরী তুহিন ॥ অপরূপ সৌন্দর্য্য মন্ডিত ছায়া ঘেরা হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানে এক পূর্ণমিলনী বনভোজন সহ ব্যাপক আনন্দ-উল্লাসে দিনভর অংশ নিয়েছিল হবিগঞ্জ জেলা প্রশাসন সহ সরকারী-বেসরকারী নানা দপ্তরে নিয়োজিত কর্মকর্তাগণ। সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত ‘সাস্টিয়ান পিকনিক-২০১৭, হবিগঞ্জ’র উদ্যোগে গত অনুষ্ঠিত এই আনন্দ ভ্রমনে হবিগঞ্জের ওইসব প্রতিষ্ঠান ছাড়াও সিলেট-ও ঢাকায় বিভিন্ন দপ্তরে কর্মরত সংশ্লিস্ট বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা অংশ নেন। সাতছড়ি জাতীয় উদ্যান ম্যানেজার ডাকবাংলো প্রাঙ্গনে ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হবিগঞ্জ জেলা প্রশাসন কার্যালয়ের সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও বর্তমানে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উপ-সচিব মোঃ শফিউল আলম, জেলা তথ্য অফিসার মোঃ সালাহ উদ্দিন, জেলা আঞ্চলিক পাসর্পোট অফিসের এডি মোঃ সালেহ উদ্দিন জামান,বৃন্দাবন সরকারী কলেজের প্রভাষক মোঃ গোলাম রসুল পাবেল, মোঃ আলমগীর ও তোফায়েল মোস্তফা তরফদারের নের্তৃত্বে পরিচালিত এই পূর্ণমিলনী বনভোজনে প্রাক্তন শতাধিক শিক্ষার্থী তাদের স্ত্রী-সন্তান নিয়ে এই ব্যাপক আনন্দ-উল্লাসে মেতে উঠে। এসময় বিশেষ আমন্ত্রিত অতিথি ও সংশ্লিস্ট অনুষ্ঠানে আয়োজিত প্রতিযোগিতামূলক ইভেন্টে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন, আন্তজার্তিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত সংস্থা কর্তৃক গঠিত জেলা স্বাক্ষী ও ভিকটিম সুরক্ষা এবং জেলা দুদক দুর্নীতি প্রতিরোধ কমিটির মেম্বার সাংবাদিক রফিকুল হাসান চৌধুরী তুহিন। দিনব্যাপী এই অনুষ্ঠান চলাকালে ডাক বাংলো প্রাঙ্গনে সাস্টিয়ানের পক্ষ থেকে বাংলাদেশ বেতার ও টেলিভিশন সহ স্থানীয় শিল্পকলা একাডেমীর শিল্পীদের পরিবেশনায় সঙ্গীত সন্ধ্যা উপভোগ করেন কর্মকর্তা সহ তাদের পরিবারবর্গ। একই সময় গান-কবিতা আবৃত্তি, মিউজিক্যাল পেলো সহ বিভিন্ন বিষয়ে অনুষ্ঠিত বিজয়ী প্রতিয়োগীদের মধ্যে আকর্ষনীয় পুরস্কার বিতরন করা হয়। তার আগে দুপুরে শিক্ষার্থীরা স্ব স্ব পরিবারের সদস্যদের নিয়ে ভূড়ি ভোজেও অংশ নেন।


     এই বিভাগের আরো খবর