,

নবীগঞ্জের উমরপুর গ্রামে আদালতের নিষেধাঙ্গা অমান্য করে ঘর নির্মানকে কেন্দ্র করে উত্তেজনা

সংবাদদাতা ॥ নবীগঞ্জ উপজেলা আউশকান্দি ইউনিয়নের উমরপুর গ্রামে আদালতের নিষেধাঙ্গা অমান্য করে ঘর নির্মানকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে। এনিয়ে দুটি পক্ষের মধ্যে যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা রয়েছে। জানাযায়, নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের উমরপুর গ্রামের মুক্তিযোদ্ধা শাহ আবিদ আলীর পুত্র অপু বিগত কয়েকদিন যাবৎ তার বাড়ির পাশে বিরোধীয় ভূমিতে আদালতের আদেশ অমান্য করে ঘর নির্মান কাজ অব্যাহত রেখেছেন। হবিগঞ্জ আদালত কিছুদিন পূর্বে আদালত ঐ জায়গার উপর ১৪৪ ধারা জারি করে। উল্লেখ্য যে, নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের উমরপুর গ্রামের শাহ আবিদ আলীর পুত্র শাহ বুলবুল গংরা গত ২০ ফেব্র“য়ারি দিবালোকে ইনাতগঞ্জ-সঈদপুর বাজার সড়কের সাথে উমরপুর গ্রামের সংযোগ সড়কের এলজিইডির পাকা সড়কটি তার বাড়ির কাছে উভয় পার্শ্বে উভয় দিকে ড্রেন কেটে গর্ত করে পানি নিস্কাশনের নামে ব্যাপক ক্ষতি করেছেন। ঐ সড়কের পাশে গর্ত করে ড্রেন নির্মান করার জন্য সড়কটি ভেঙ্গে ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। এলাকাবাসী সড়ক কাটার কাজে প্রতিবাদ করলে শাহ বুলবুল লোকজনকে প্রান নাশের হুমকি প্রদান করেন। সরকারী অনুমতি ছাড়াই পাকা সড়কটি কাটার জন্য এলাকাবাসী চরম দুর্ভোগ পোহাচ্ছেন। বুলবুলের বাড়ির পার্শ্বে জায়গা নিয়ে আদালতে মামলা রয়েছে। আদালত এনিয়ে ১৪৪ ধারা জারি করলেও তার বাড়ির পূর্ব পাশে ১৪৪ ধারা ভঙ্গ করে আদালতের নির্দেশকে অমান্য করে এখানে ঘর নির্মানের কাজ নিয়ে নানা প্রশ্ন বিরাজ করছে।


     এই বিভাগের আরো খবর