,

নবীগঞ্জ থানা পুলিশের নীরব ভূমিকা নিয়ে সাংবাদিকদের মধ্যে ক্ষোভ : সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক মুরাদের অবস্থার অবনতি ॥ সিলেট প্রেরণ

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে সন্ত্রাসী হামলায় দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার নির্বাহী সম্পাদক ও নবীগঞ্জ প্রেস ক্লাবের (একাংশের) সভাপতি মুরাদ আহমদ এর অবস্থার অবনতি হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে তার অবস্থার অবনতি হলে মুমুর্ষ অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সাংবাদিক মুরাদ বাদী হয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেও পুলিশ কোন পদক্ষেপ গ্রহন না করায় নবীগঞ্জে কর্মরত সাংবাদিকরা থানা পুলিশের নীরব ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ দ্রুত সন্ত্রাসীদের গ্রেফতার ও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি দাবি জানিয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, সোমবার বিকেলে শহরের ওসমানী সড়কের নাইস বাংলা রেস্টুরেন্টে সাংবাদিক মুরাদ আহমদের সাথে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরীর সাথে কথা কাটাকাঠির জের ধরে সাইফুল জাহান চৌধুরী সন্ত্রাসীদের মোবাইল ফোনে মুরাদের উপর হামলার নির্দেশ দেয়। সেখান থেকে সাংবাদিক মুরাদ তার বাসভবন শহরের নূরানী মাকের্টের ভেতরে প্রবেশের সময় সাইফুল জাহান চৌধুরীর শ্যালক আলমগীর ও সাংবাদিক আলীম হত্যা মামলার অন্যতম আসামী আলমের নেতৃত্বে সন্ত্রাসীরা মুরাদের উপর হামলা চালায়। এলোপাতারি মারপিট করার এক পর্যায়ে নূরানী মার্কেটের ব্যবসায়ীরা মুরাদকে বাঁচাতে এগিয়ে এলে সন্ত্রাসীরা তাকে জোরপূর্বক রিক্সায় তুলে মধ্যবাজারের ৮নং সদর ইউনিয়নের চেয়ারম্যানের অফিসের সামনে নিয়ে রাস্তায় ফেলে বেদরক মারপিট শুরু করে। সন্ত্রাসীদের মারপিটে সাংবাদিক মুরাদ জ্ঞান হারিয়ে ফেললে সন্ত্রাসীরা তাকে রাস্তায় ফেলে চলে যায়। সেখান থেকে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করেন। সাংবাদিক মুরাদের অবস্থার অবনতি ঘটলে গতকাল রাতে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।


     এই বিভাগের আরো খবর