,

শাহজিবাজার ৩৩০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুত কেন্দ্র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রফিকুল হাসান চৌধুরী তুহিন ॥ জনগনের চাহিদা পূরণে সরকার স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদী উৎপাদন, সঞ্চালন ও বিতরণ প্রকল্প হাতে নেয়ার অংশ হিসেবে গতকাল বুধবার দুপুরে হবিগঞ্জের শাহজীবাজার ৩৩০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রায় ২৮ কোটি ৪৩ লাখ ৭২ হাজার ২’শ ৭১ টাকা ব্যায়ে এবং ১৬.৬৩ একর ভূমির ওপর নির্মিত হবিগঞ্জের উপজেলা মাধবপুরের শাহজিবাজার ও বাঘাসুরা নামক স্থানে প্রাকৃতিক গ্যাস চালিত এই বিদ্যুত কেন্দ্রটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে সরাসরি উদ্ধোধন করেন প্রধানমন্ত্রী। এ উপলক্ষে এদিন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সহ বিদ্যুৎ উৎপাদনের অগ্রগতি ও ঘরে ঘরে বিদ্যুত পৌছে দেয়ার মতো বর্তমান সরকারের গৃহিত পদক্ষেপ নিয়ে নানা আকর্ষনীয় শ্লোগান সম্বলিত প্ল্যাকার্ড আর বেলুন দিয়ে সুসজ্জিত সাজে সাজানো হয় হবিগঞ্জ জেলা প্রশাসন সম্মেলন কক্ষ ও কালেক্টরেট ভবন। এসময় জেলা প্রশাসক সাবিনা আলমের সভাপতিত্বে সংশ্লিষ্ট সভা কক্ষে উপস্থিত থেকে হবিগঞ্জ-৩ আসনের এমপি আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির, হবিগঞ্জ-৪ আসনের এমপি এডভোকেট মাহবুব আলী, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উপ-সচিব মোঃ সফিউল আলম, এসপি জয়দেব কুমার ভদ্র, আওয়ামীলীগ নেতা শহীদ উদ্দিন চৌধুরী, এডিসি (সার্বিক) মোঃ এমরান হোসেন, এডিসি (রাজস্ব) মোঃ রোকন উদ্দিন, সদর ইউএনও এ, টি, এম আজহারুল ইসলাম, জেলা দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক খন্দকার খলিলুর রহমান, আন্তজার্তিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক গঠিত জেলা স্বাক্ষী ও ভিকিটিম সুরক্ষা কমিটির মেম্বার রফিকুল হাসান চৌধুরী তুহিন সহ সরকারী-বেসরকারী নানা দপ্তরের কর্মকর্তাগণ প্রধানমন্ত্রী কর্তৃক ওই বিদ্যুত কেন্দ্র উদ্বোধন কার্যক্রম উপভোগ করেন। বলা বাহুল্য, ওই বিদ্যুত কেন্দ্রটি ঢাকা শহর থেকে ১৪৫ এবং সিলেট শহর থেকে ১০০ কিলোমিটার দুরে অবস্থিত। চীনের এইচএসবিসি’র অর্থায়ানে এবং চীনা জেভিসিএ গাংডং পাওয়ার ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন এন্ড গাংডং ইলেকট্রিক পাওয়ার ডিজাইন ইন্সস্টিটিউট এর বাস্তবায়নে নির্মিত এই বিদ্যুত কেন্দ্রের উৎপাদন ক্ষমতা হচ্ছে ৩৩১.৫১১ মেঃ ওঃ। বিদ্যুত কেন্দ্রটি চালু হওয়ায় দেশের ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা মেটানো সহ হবিগঞ্জের প্রত্যন্ত এলাকায়ও নতুন নতুন শিল্প কারখানা-বানিজ্যিক প্রতিষ্ঠান গড়ে উঠে অর্থনৈতিক ও বানিজ্যিক কর্মকান্ডের পথ প্রশস্ত হবে।


     এই বিভাগের আরো খবর