,

অচিরেই বাউসা ইউনিয়নকে শতভাগ বিদ্যুৎ উপহার দেব – এমপি কেয়া চৌধুরী

স্টাফ রিপোর্টার ॥ অচিরেই জেলার নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নে শতভাগ বিদ্যুৎ উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন এমপি কেয়া চৌধুরী। গতকাল শনিবার রাতে মহান স্বাধীনতার মাস উপলক্ষে বাউসা ইউনিয়নের মাইজগাঁও নতুন বাজারে মাইজগাঁও, দক্ষিণগাঁও, দিঘীরপাড় ও ইনামবাঐ গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত বিশাল জনসভায় এমপি কেয়া চৌধুরী এ ঘোষণা দেন। ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আব্দুল ওয়াহিদের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগ দপ্তর সম্পাদক মহিবুর রহমান চৌধুরীর পরিচালনায় এ সভায় প্রধান অতিথি’র বক্তব্যে এমপি কেয়া চৌধুরী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুুর রহমানের ৭ই মার্চের ভাষণ মুক্তিযোদ্ধাদের মধ্যে প্রেরণা তৈরী করেছিল। এ প্রেরণা নিয়ে মুক্তিযোদ্ধারা পাক সেনাদের উপর ঝাঁপিয়ে পড়েছিল। তিনি বলেন, আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। আমি ভয় পাই না। আমাকে ভয় দেখিয়ে লাভ হবে না। তিনি বলেন, আমি কাজের মানুষ। তৃণমূল মানুষের উন্নয়নের জন্য জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে একের পর এক বরাদ্দ নিয়ে আসছি। তিনি বলেন, মাইজগাঁও এলাকায় এক লাখ টাকা মূল্যের একটি নলকূপ দিয়েছি। বরাদ্দ দিয়েছি এখানের মসজিদেও। ব্রিজ নির্মাণের জন্য কাজ করছি। সভায় এলাকাবাসীর দাবীর প্রেক্ষিতে এমপি কেয়া চৌধুরী বলেন, আগে বললে আজ বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করতাম। যাই হোক যারা বিদ্যুৎ পাননি, অচিরেই তাদের ঘরে ঘরে বিদ্যুৎ যাবে। এরই সাথে বাউসা ইউনিয়নকে শতভাগ বিদ্যুৎ উপহার দেব। তিনি বলেন, বিদ্যুতের জন্য কাউকে এক টাকাও ঘুষ দিবেন না। এছাড়া তিনি এলাকার খাল খননসহ রাস্তাঘাটের উন্নয়নের বরাদ্দ নিয়ে আসার আশ্বাস প্রদান করেন। এ সভায় বক্তব্য রাখেন, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল হাই, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি দীপ্তেন্দু দাশ গুপ্ত বিধু, উপজেলা কৃষকলীগ সাংগঠনিক সম্পাদক দ্বীজেন্দ্র লাল মহাদেব, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি দুলাল চৌধুরী, সেক্রেটারী নিজামুল হক চৌধুরী, ইসমত আহমেদ, ইউনিয়ন যুবলীগ আহবায়ক আবুল হোসেন, রিপন মিয়া, গণি মিয়া, মনর উদ্দিন, মেম্বার রুমী বেগম প্রমুখ। এ সভায় আওয়ামী পরিবারের নেতাকর্মীসহ শত শত গ্রামবাসী উপস্থিত ছিলেন।


     এই বিভাগের আরো খবর