,

বাল্য বিয়ে মুক্ত ঘোষণার চার মাসের মাথায় হবিগঞ্জে আবারো বাল্য বিয়ের অভিযোগ

হবিগঞ্জ প্রতিনিধি ॥ বাল্য বিয়ে মুক্ত ঘোষণার চার মাসের মাথায় শহরতলীতে বাল্য বিয়ের অভিযোগ পাওয়া গেছে। গতকাল রবিবার সকালে গোপনে এ বিয়ে সম্পন্ন হয়। তবে বিকালে বিষয়টি জানাজানির পর ইউনিয়ন পরিষদ ও উপজেলা প্রশাসনে হুলস্থল পড়ে যায়। সুত্র জানায়, ইউনিয়নের তেঘরিয়া গ্রামের বাসিন্দা আব্দুল হেকিমের কন্যা জেকে অ্যান্ড এইচকে হাইস্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী এনি আক্তারকে (১৪) গতকাল সকাল ৭টার দিকে একই গ্রামের রফিক মিয়ার পুত্র ব্যবসায়ী নোমান মিয়ার সাথে বিয়ে দেয়া হয়। এজন্য তারা মেয়ের কোনো জন্ম নিবন্ধন নেয়নি। এ বিষয়ে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানান এলাকাবাসি। তবে ঘটনাস্থল পরিদর্শন শেষে সদর উপজেলা নির্বাহী অফিসার এটিএম আজহারুল ইসলাম জানান, কন্যা, কাজী ও এলাকার লোকজনের সাথে কথা হয়েছে। সবাই বলেছে এখানে কোনো বিয়ে হয়নি। তিনি আরও জানান, সেখানে বিয়ে নয়, সকালে একটি সালিশ বৈঠক বসেছিল। এরপরও বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এলাকাবাসি সূত্র আরো জানায়, গত শনিবার গভীররাতে ওই কিশোরীর সাথে নোমান দেখা করতে যায়। এ সময় কিশোরীর পরিবার নোমানকে আটক করে। এ ঘটনাটি মিমাংসা কল্পে সকালে সালিশ বৈঠকের মাধ্যমে উভয়পক্ষে সমজোতার পর বিয়ে সম্পন্ন হয়।


     এই বিভাগের আরো খবর