,

সাংবাদিক মুরাদ আহমদের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় নবীগঞ্জ বাজার ব্যবসায়ীদের প্রতিবাদ সভা

স্টাফ রিপোর্টার ॥ গত ২৭ ফেব্র“য়ারী দিন দুপুরে দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার নির্বাহী সম্পাদক ও নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মুরাদ আহমদ এর উপর সন্ত্রাসী হামলায় ঘটনায় নবীগঞ্জ বাজার ব্যবসায়ীদের উদ্যোগে বিশাল প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রতিবাদ সভায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহন করেন। গতকাল সোমবার রাত ৮ থেকে সাড়ে গভীর রাত পর্যন্ত শহরের নুরানী মার্কেটে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। নুরানী মাকের্টের বিশিষ্ঠ ব্যবসায়ী ও বাউসা ইউপির সাবেক মেম্বার অব: আর্মি মোঃ আব্দুল মন্নানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম, বাউসা ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবু সিদ্দিক, ৫নং আউশকান্দি ইউপি’র চেয়ারম্যান মোঃ মহিবুর রহমান হারুন, নবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল গফুর চৌধুরী, সাবেক সভাপতি সুখেন্দু রায় বাবুল, সহ-সভাপতি ও সাবেক মেম্বার মোঃ ছাদ উল্লাহ, সাবেক সহ-সভাপতি মাওঃ শোয়েব আহমদ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহ রেজভী আহমদ খালেদ, ১৩নং এলাকার পল্লি বিদ্যুৎ সমিতির পরিচালক মোঃ শফিকুর রহমান, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আনোয়ার হোসেন মিঠু, সাবেক ব্যবসায়ী সমিতির কোষাধ্যক্ষ হেলাল আহমদ, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক লোকমান আহমদ খাঁন ও গোলাম রসুল চৌধুরী রাহেল, কাউন্সিলর মোঃ সুন্দর আলী, ব্যবসায়ী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইসতিয়াক আহমেদ জিলু, কোষাধ্যক্ষ মোঃ সাইদুল হক চৌধুরী, বিশিষ্ঠ ব্যবসায়ী সাবেক মেম্বার আব্দুল হান্নান চৌধুরী, আহমদ ঠাকুর রানা, মোঃ বদরুল আলম চৌধুরী, ব্যবসায়ী সমিতির সদস্য মোঃ আজিজুর রহমান ও মোঃ আজসল হোসেন। উপস্থিত ছিলেন দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার প্রকাশক ও বার্তা সম্পাদক মোঃ সেলিম তালুকদার, সিনিয়র সাংবাদিক মোঃ মিজানুর রহমান, আলী হাছান লিটন, ছাত্রলীগ নেতা মফিজুর রহমান মফিজ, ফয়ছল তালুকদার, বাবলু আহমেদ, বিশিষ্ঠ ব্যবসায়ী মাও: মস্তফা আল-হাদী, মিজানুর রহমান জুয়েল, মোঃ মুজিবুর রহমান, মোঃ সামছু মিয়া, মোঃ আবুল মিয়া, মাহমুদ চৌধূরী, আব্দুল হাদি, মোঃ শাহেদুর রহমান, সুমন আহমেদ, সুজিত পাল, মোঃ কুরুশ মিয়া, রনজিত কুমার ধর, আব্দুল মতিন, নান্তু পুরকায়স্থ, মোঃ আলাউর রহমান, জাহাঙ্গীর আলম, খন্দকার ইকবাল হোসেন, আব্দুল তাহিদ, ইন্দ্রজিত ধর, তোফাজ্জুল হোসেন, আব্দুল আলী, আলাউর রহমান প্রমুখ। সভায় সাংবাদিক মুরাদ আহমদ এর উপর সন্ত্রাসী হামলায় ঘটনাটি ৪৮ ঘটনার মধ্যে সুষ্ঠু সমাধান না হলে বৃহষ্পতিবার বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ এবং সকল শ্রেণী পেশার লোকজনদের সাথে নিয়ে ঐক্যেবদ্ধভাবে মানববন্ধন কর্মসূচি পালন করার সিদ্ধান্ত গৃহিত হয়। এছাড়া সকল বক্তাগণ তাদের বক্তব্যে এর তীব্র নিন্দা ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। উল্লেখ্য, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান কর্তৃক সাংবাদিক মুরাদ আহমদ এর উপর সন্ত্রাসী হামলায় ঘটনায় গত রবিবার ৫নং আউশকান্দি ইউপি চেয়ারম্যান মোঃ মহিবুর রহমান হারুনের সভাপতিত্বে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিবাদ সভায় সন্ত্রাসীদের গ্রেফাতের ৭২ ঘন্টার আল্টিমেটাম দেয়া হয়।


     এই বিভাগের আরো খবর